মিরপুরের পুনরাবৃত্তিই হলো সিলেটে। কিংবা বলা যেতে পারে মিরপুর ব্যর্থতারই একটি অ্যাকশন রিপ্লে হলো সিলেটে কাল। পরশু ক্রিস গেইলদের কাছে হেরেছিলেন মুশফিকরা। কাল কুইন্টিনদের কাছে হারলেন সালমারা। টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামাটা স্মরণীয় হলো না বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সূচনা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের কাছে ৩৬ রানে হেরে যান সালমারা। দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ভারতকে।
পুরুষ দলের টানা হারের মাঝে অনেকেই স্বস্তি খুঁজে পেতে চেয়েছিলেন সালমাদের খেলায়। আশাও জাগিয়েছিলেন মহিলা ক্রিকেটাররা। টস হেরে ফিল্ডিং করতে নেমে নিয়ন্ত্রিত বোলিং করে ক্যারিবীয় প্রমীলা দলকে ২০ ওভারে ১১৫ রানে আটকে রাখে। সালমাবাহিনীর পক্ষে অধিনায়ক সালমা, ফাহিমা খাতুন ২টি করে এবং খাদিজা তুল কুবরা ২৪ রানে নেন ৩ উইকেট। এর মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন সালমা, ৪ ওভারে মাত্র ১১ রান দেন তিনি। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ডট্টিন। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। কিং করেন ২০ রান। ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫.৪ ওভারে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এরপর ৪৪ রানের মধ্যে হারায় মোট ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে রুমানা আহমেদ ও নুজহাত তানসিয়া ২৮ রান যোগ করলে খেলা জমে ওঠে। ১৮ বছর বয়সী লেগ স্পিনার শাকুয়ানা ল্যাটিস কুইন্টিন বোলিংয়ে আসার পরই পাল্টে যায় ম্যাচের চেহারা। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সালমাবাহিনী। শেষ ৭ রানে হারায় ৬ উইকেট। কুইন্টিন ৩ ওভারে মাত্র ৫ রানের খরচে তুলে নেন ৩ উইকেট, যা তাকে করেছে ম্যাচসেরা। সালমাবাহিনীর পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন রুমানা আহমেদ ২৩ বলে ৪ চারে।
দিনের দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে। ভারতীয় দলের পক্ষে দুজন মাত্র ডাবল ডিজিটের রান করেছেন। ওপেনার মিতালী রাজ করেন ৫৬ বলে ৮ চারে ৫৭। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ১১ রান করেন নাইডু। ভারতীয় মহিলাদের শয়ের নিচে বেঁধে ফেলতে সামনে থেকে অগ্রণী ভূমিকা রাখেন দুই ইংলিশ বোলার শার্বসোল ও গান। উভয়েই উইকেট নেন ৩টি করে। ৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ মহিলা ক্রিকেট দল। দুই ওপেনার টেলর ও অধিনায়ক এডওয়ার্ডস ২৬ রানে ভিত দেন মাত্র ৩.৩ ওভারে। সে ভিতের ওপর দাঁড়িয়ে বাকি কাজগুলো সেরে নেন গ্রিনওয়েরা।
শিরোনাম
- ‘জুলাই শহিদদের বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’
- চট্টগ্রামে জুলাই আন্দোলনের মামলার প্রথম চার্জশিট দিল পুলিশ
- চট্টগ্রামে সাপের কামড়ে দুইজনের মৃত্যু
- সিলেটে রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ
- জুলাইয়ের মায়েরা কাঁদলেন, কাঁদালেন
- ‘পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে’
- এবার শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া
- ফ্যাসিবাদবিরোধী ঐক্য না থাকলে সকল অর্জন ব্যর্থ হবে: নজরুল ইসলাম খান
- দক্ষিণ আফ্রিকায় এক হাজার অবৈধ অভিবাসী খনি শ্রমিক গ্রেফতার
- হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ
- নেত্রকোনায় রেমিট্যান্স যোদ্ধা দিবস ও সম্মাননা প্রদান
- সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : আমীর খসরু
- ইলন মাস্কের টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা
- যশোরে জুলাই শহীদদের স্মরণে ড্যাব’র ফ্রি মেডিকেল ক্যাম্প
- মির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, নারীসহ গ্রেপ্তার ৬
- ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩
- জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
- যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা: পারমাণবিক সাবমেরিন শক্তিতে কে এগিয়ে?
- ঠাকুরগাঁওয়ে জুলাই আন্দোলনের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়লেন শহীদদের মায়েরা
হারলেন সালমারাও
শাহ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর