মিরপুরের পুনরাবৃত্তিই হলো সিলেটে। কিংবা বলা যেতে পারে মিরপুর ব্যর্থতারই একটি অ্যাকশন রিপ্লে হলো সিলেটে কাল। পরশু ক্রিস গেইলদের কাছে হেরেছিলেন মুশফিকরা। কাল কুইন্টিনদের কাছে হারলেন সালমারা। টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামাটা স্মরণীয় হলো না বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সূচনা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের কাছে ৩৬ রানে হেরে যান সালমারা। দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ভারতকে।
পুরুষ দলের টানা হারের মাঝে অনেকেই স্বস্তি খুঁজে পেতে চেয়েছিলেন সালমাদের খেলায়। আশাও জাগিয়েছিলেন মহিলা ক্রিকেটাররা। টস হেরে ফিল্ডিং করতে নেমে নিয়ন্ত্রিত বোলিং করে ক্যারিবীয় প্রমীলা দলকে ২০ ওভারে ১১৫ রানে আটকে রাখে। সালমাবাহিনীর পক্ষে অধিনায়ক সালমা, ফাহিমা খাতুন ২টি করে এবং খাদিজা তুল কুবরা ২৪ রানে নেন ৩ উইকেট। এর মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন সালমা, ৪ ওভারে মাত্র ১১ রান দেন তিনি। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ডট্টিন। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। কিং করেন ২০ রান। ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫.৪ ওভারে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এরপর ৪৪ রানের মধ্যে হারায় মোট ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে রুমানা আহমেদ ও নুজহাত তানসিয়া ২৮ রান যোগ করলে খেলা জমে ওঠে। ১৮ বছর বয়সী লেগ স্পিনার শাকুয়ানা ল্যাটিস কুইন্টিন বোলিংয়ে আসার পরই পাল্টে যায় ম্যাচের চেহারা। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সালমাবাহিনী। শেষ ৭ রানে হারায় ৬ উইকেট। কুইন্টিন ৩ ওভারে মাত্র ৫ রানের খরচে তুলে নেন ৩ উইকেট, যা তাকে করেছে ম্যাচসেরা। সালমাবাহিনীর পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন রুমানা আহমেদ ২৩ বলে ৪ চারে।
দিনের দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে। ভারতীয় দলের পক্ষে দুজন মাত্র ডাবল ডিজিটের রান করেছেন। ওপেনার মিতালী রাজ করেন ৫৬ বলে ৮ চারে ৫৭। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ১১ রান করেন নাইডু। ভারতীয় মহিলাদের শয়ের নিচে বেঁধে ফেলতে সামনে থেকে অগ্রণী ভূমিকা রাখেন দুই ইংলিশ বোলার শার্বসোল ও গান। উভয়েই উইকেট নেন ৩টি করে। ৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ মহিলা ক্রিকেট দল। দুই ওপেনার টেলর ও অধিনায়ক এডওয়ার্ডস ২৬ রানে ভিত দেন মাত্র ৩.৩ ওভারে। সে ভিতের ওপর দাঁড়িয়ে বাকি কাজগুলো সেরে নেন গ্রিনওয়েরা।
শিরোনাম
- ৩ মে রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
- আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
- ২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
- শুল্কনীতির প্রভাবে মার্কিন অর্থনীতি সংকুচিত, বাইডেনকে দুষলেন ট্রাম্প
- চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত
- ‘বিএনপি অতীতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
- সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
- শ্রম-শ্রমিক এই দুইয়ের উপরেই আজকের আধুনিক সভ্যতা
- শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
- চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- বিশ্বে প্রথমবার দুই রোবটের বক্সিং ম্যাচ
- নোয়াখালীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক দিবস পালিত
- বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি : প্রধান উপদেষ্টা
- বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে ডে লং ট্যুর ও নতুন কমিটি
- শরীর ঠাণ্ডা রাখবে মাটির পাত্রের পানি
- প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার
- চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
- খাগড়াছড়িতে নানা আয়োজনে মে দিবস পালিত
- গোপালগঞ্জে সেফটি দিবস পালিত
- মানিকগঞ্জে মহান মে দিবস পালিত
হারলেন সালমারাও
শাহ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর