এশিয়া কাপে ২ মার্চ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। সেদিন ছিল বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি ভারত-পাকিস্তানের পতাকায় সয়লাব হয়ে যায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। সে কারণেই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জাতীয় পতাকাসংক্রান্ত আইন মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। বিসিবিও সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। এখন স্টেডিয়ামে বাংলাদেশের কোনো নাগরিক অন্য দেশের পতাকা হাতে প্রবেশ করতে পারবে না। তবে অন্য দেশের নাগরিকরা তাদের দেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। স্বাধীনতার মাসে বিসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। কিন্তু ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ভারতেও এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। পাকিস্তানের কিংবদন্তি তারকা জাভেদ মিয়াঁদাদ বলেছেন, 'এ ধরনের সিদ্ধান্তে আমি খুবই বিস্মিত হয়েছি। খেলোয়াড়ি চেতনাই হচ্ছে ক্রিকেটে আসল। আর বিসিবির এমন সিদ্ধান্তে খেলোয়াড়দের চেতনা নষ্ট হতে পারে।' সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেন, 'আমার বিশ্বাস, বিসিবি তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করবে। এই সিদ্ধান্তটি খেলার চেতনা বিরোধী।' সাবেক অধিনায়ক ইউনুস খান বলেছেন, 'কেউ তার প্রিয় দলকে সমর্থন করতেই পারেন, কিন্তু আপনি তা বন্ধ করতে পারেন না। এই সিদ্ধান্ত অযৌক্তিক।' টাইমস অব ইন্ডিয়ার খবরে ছদ্মনামে এক পাঠক মন্তব্য করেছেন, এটি হাস্যকর। এছাড়া হারুনুর রশিদ নামের একজন লিখেছেন, একে বলে বাকস্বাধীনতা হরণ। এদিকে ফেসবুকে বিসিবির পতাকা নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে অনেকে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। আহসান হাবীব সুমন নামে এক ব্যক্তি তার স্ট্যাটাসে লিখেছেন, 'পাক-ভারত ম্যাচে বাংলাদেশিদের ওই দুই দেশের পতাকা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। শাবাশ! এমন অসাধারণ ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও মন থেকে শ্রদ্ধা!'
শিরোনাম
- ৩ মে রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
- আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
- ২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
- শুল্কনীতির প্রভাবে মার্কিন অর্থনীতি সংকুচিত, বাইডেনকে দুষলেন ট্রাম্প
- চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত
- ‘বিএনপি অতীতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
- সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
- শ্রম-শ্রমিক এই দুইয়ের উপরেই আজকের আধুনিক সভ্যতা
- শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
- চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- বিশ্বে প্রথমবার দুই রোবটের বক্সিং ম্যাচ
- নোয়াখালীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক দিবস পালিত
- বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি : প্রধান উপদেষ্টা
- বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে ডে লং ট্যুর ও নতুন কমিটি
- শরীর ঠাণ্ডা রাখবে মাটির পাত্রের পানি
- প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার
- চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
- খাগড়াছড়িতে নানা আয়োজনে মে দিবস পালিত
- গোপালগঞ্জে সেফটি দিবস পালিত
- মানিকগঞ্জে মহান মে দিবস পালিত
পতাকা নিষেধাজ্ঞায় ভারত পাকিস্তানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর