টি-২০ বিশ্বকাপ কাভার করতে আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের শখানেক সাংবাদিক। ২২ দিনের টুর্নামেন্ট দেখে তৃপ্ত সবাই। আয়োজন দেখে সন্তুষ্ট। টুর্নামেন্ট শেষে দেশে ফেরার সময় সবাই স্বীকার করেছেন, স্বল্পসময়ের মধ্যে ‘অসাধারণ’ একটি টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। সবাই মুগ্ধ হয়েছেন বাংলাদেশের দর্শকদের ক্রিকেটপ্রেম দেখে। স্বীকার করেছেন, পৃথিবীর কোথাও এমন সমর্থক খুঁজে পাওয়া যাবে না, নিজের দল না থাকার পরও স্টেডিয়ামে এসে অন্য দলগুলোকে এমনভাবে সমর্থন জোগানোর। বিদেশিরা যা কিছু দেখেছেন, বলেছেন, সবই ভালো। কিন্তু ভেতরের কোনো কিছু কি জেনেছেন তারা? তারা কি জানেন, তাদের প্রিয় দলের যে স্থানীয় লিয়াজোঁ অফিসার ছিলেন, তাদের অর্থ প্রদানে নয়ছয় করেছে বিসিবি। যে পরিমাণ অর্থ দেওয়ার কথা, তা দেওয়া হয়নি তাদের। শুরুতে এক ধরনের চুক্তিপত্রে সাইন করানো হয়। পরে লিয়াজোঁ অফিসাররা শক্ত অবস্থান নেওয়ায় তা বাতিল করা হয়।
পুরুষদের ১৬টি এবং মেয়েদের ১০টি- এ ২৬টি দলের লিয়াজোঁ অফিসার নিয়োগ দেয় বিসিবি। ১৬টি পুরুষ দলের লিয়াজোঁ অফিসারদের অধিকাংশই জাতীয় দলের সাবেক ও প্রথম শ্রেণীর ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, মীর জিয়াউদ্দিন শোভন, হাসানুজ্জামান ঝড়–, আহসানউল্লাহ হাসানদের মতো একাধিক ক্রিকেটার। লিয়াজোঁ অফিসারদের আবার চিফ ছিলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। তিনিই তদারকি করেছেন লিয়াজোঁ অফিসারদের কার্যক্রম। তাকে নিয়োগ দেয় আইসিসির লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি)। লোকাল অর্গানাইজিং কমিটি যখন নিয়োগ দেয় লিয়াজোঁ অফিসারদের, তখন তাদের পারিশ্রমিক ভাগ করা হয়েছিল দুই ভাগে। একটি ছিল দৈনিক ভাতা ১০০ মার্কিন ডলার এবং অন্যটি ছিল মাসোহারা। কিন্তু লিয়াজোঁ অফিসারদের যে অর্থ দেওয়া হয়, তাতে দৈনিক ভাতা হিসেবে দেওয়া হয়েছে ৫০ ডলার। এ ডলারপ্রাপ্তির কথা স্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক লিয়াজোঁ অফিসার, ‘শুরুতে শুনেছিলাম আমাদের ১০০ ডলার করে দেওয়া হবে। কিন্তু দেওয়া হয়েছে ৫০ ডলার করে। অথচ শুরুতে আমাদের কাছ থেকে ৭৭ হাজার টাকার ভাউচার সাইন করিয়ে নেওয়া হয়েছিল। যদিও পরে তা বাতিল করে ৪০ হাজার টাকার চুক্তিপত্রে সাইন নেওয়া হয়।’ ২২ দিনের টুর্নামেন্টে প্রতিদিন ১০০ ডলার করে দৈনিক ভাতা, খাবার ভাতা ছাড়াও মাসহারা পাওয়ার কথা ছিল লিয়াজোঁদের। সব মিলিয়ে একেকজনের দেড়-দুই লাখ টাকা করে পাওয়ার কথা। কিন্তু লিয়াজোঁরা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার টাকা। লিয়াজোঁদের মতো অর্থ কর্তন হয়েছে ব্যাগেজম্যানদেরও। লিয়াজোঁদের অর্থ নিয়ে ঝামেলার বিষয়ে সানোয়ার বলেন, ‘শুরু থেকেই এ পরিমাণ অর্থই দেওয়ার কথা ছিল। তাদের কম দেওয়া হয়নি।’
শিরোনাম
- পাল্টে যাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের ট্রেনের সময়সূচি
- কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : গণশিক্ষা উপদেষ্টা
- শহীদদের স্মরণে দিনাজপুরে আইনজীবী ফোরামের আলোচনা সভা
- আন্দোলনের মুখে লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
- বগুড়ায় বাঙালি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ঐতিহাসিক কুতুব মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুট, থানায় অভিযোগ
- ‘ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে’— ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড়
- উদ্ভাবনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনুন : শাহাদাত
- তিস্তায় পানি কমলেও দুর্ভোগে ১০ হাজার পরিবার, স্থবির ৮ শিক্ষাপ্রতিষ্ঠান
- মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি
- ওসমানী বিমানবন্দরে চাকার বিস্ফোরণ, টেকনিশিয়ানের মৃত্যু
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক নেপাল
- চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সৌরভ বহিষ্কার, ৪ জনকে নোটিশ
- ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ব্যর্থ মার্কিন সিনেট
- গোপালগঞ্জে ডিসি'স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা নিয়ে বিশেষ নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স সমাপ্ত
- কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা পাল
লিয়াজোঁদের টাকা নিয়ে নয়ছয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর