শূন্য শরীর ভাসিয়ে দিচ্ছেন লিন। শূন্যে ভেসেই তালুবন্দী করছেন বল। ক্যাচ লুফে বাতাসে শরীর ভাসিয়ে রয়েছেন লিন। এবার ভূমিতে অবতরণ করছেন।অবতরণের সময় ডান হাতটি আগে রাখলেন মাটিতে।নিখুঁতভাবে অবতরণ করলেন মাটিতে।শরীরের ভারসম্য রক্ষায় এতটুকু ভুল হয়নি । একটু গড়বড় হলেই কিন্তু সব শেষ!অতঃপর সফলভাবেই ধরে ফেললেন ক্যাচটি। ক্যাচ তো নয়, ম্যাচটিই পুরে ফেললেন হাতে!
আইপিএলের গতকালের উত্তেজনা ছড়ানো কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচে নিশ্চিত একটি দৃশ্যই ভেসে উঠবে। বিনয় কুমারের করা শেষ ওভারের চতুর্থ বলে ক্রিস লিনের দুর্দান্ত ক্যাচ। শুধু ‘দুর্দান্ত’ বললেও বোধ হয় কম হয়! বললে অত্যুক্তি হবে না, ওই ক্যাচেই বদলে গিয়েছে ম্যাচের ফল। জয়ের হাসি নিয়ে ফিরেছে কলকাতা। অসাধারণ ক্যাচ নিয়ে রীতিমত স্তুতিবানে ভাসছেন ২৪ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।