স্বাগতিক হওয়ায় এবার আর বাছাই পর্ব খেলতে হয়নি ব্রাজিলকে। বাছাই পর্ব না খেলায় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচও কম খেলা হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে আগামী জুন-জুলাইয়ে বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতির সর্বোচ্চ সেরে রাখতে চাইছেন কোচ ফিলিপ লুই স্কলারি। তাই প্রস্তুতি ম্যাচ খেলছেন বিশ্ব ঘুরে ঘুরে। অবশ্য বিশ্বকাপের আগে কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে ব্রাজিল। তাই আত্দবিশ্বাসের তুঙ্গেই রয়েছে স্কলারির দল। বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা যাতে জিততে পারেন, তাই স্কলারি মনে মনে দল গুছিয়ে রেখেছেন। ৭ মে চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন স্কলারি। তার কোচিংয়েই ব্রাজিল ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। জাপান-কোরিয়া বিশ্বকাপে স্কলারি দল সাজিয়েছিলেন চার অধিনায়কের বিষয় মাথায় রেখে। যদিও ট্রফি উঁচিয়ে ধরেছিলেন কাফু। এবারও একই ধরনের পরিকল্পনা অাঁকছেন স্কলারি। এবারও চার অধিনায়কের কথা মাথায় রেখেছেন তিনি। তারা কারা, সেটা পরিষ্কার করেননি। তবে দল চূড়ান্ত করে ফেলেছেন এটা নিশ্চিত।