মাত্র ৪৭ দিন বাকি ফিফা বিশ্বকাপ ফুটবলের। দলগুলোও প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় আসরে অংশ নিতে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধনের সময় প্রতিবাদকারীরা প্লাকার্ড হাতে প্রতিবাদ করেছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের নির্মাণ কাজ সম্পন্ন করতে গিয়ে বহু শ্রমিক মারা গেছেন। এরই প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা। ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি শেষ না হওয়ায় হতাশা ঝরে পড়েছে ফিফা সভাপতি সেপ ব্লাটারের কণ্ঠে। তারপরও আশাবাদী একটি সফল টুর্নামেন্টের বিষয়ে। ফিফা সভাপতি জানান, এই প্রথম তিনি দেখেছেন বিশ্বকাপের আগে কোনো স্বাগতিক দল তার প্রস্তুতি কাজ পুরোপুরি শেষ করতে পারেনি। ফিফায় যোগদানের পর ১০টি আসর দেখেছেন ব্লাটার। কিন্তু এই প্রথম তিনি দেখলেন কোনো স্বাগতিক দেশ টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপের পুরো কাজ শেষ করতে পারেনি, 'ফিফায় যোগ দেওয়ার পর এটা আমার দশম বিশ্বকাপ আসর। এর আগে আমি কখনোই দেখিনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হতে। তবে আমি পুরোপুরি হতাশ নই। আমি আশাবাদী।' দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের সময়ও অনেকে ফিফা সভাপতিকে জানিয়েছেন, সেখানে বিশ্বকাপের আসর না দিতে। কেননা সেখানে বুলেট প্রুফ জ্যাকেট পরে চলাচল করতে হবে।