আজ রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ আনচেলত্তি।
গত কয়েক সপ্তাহ ধরে চোট সমস্যায় ছিলেন রোনালদো। তবে শঙ্কা কাটিয়ে এ সপ্তাহের শুরুতে অনুশীলনে ফিরেছেন তিনি। সতীর্থ গেরেথ বেলের সঙ্গে ঘামও ঝরিয়েছেন এই ফরোয়ার্ড।
রোনালদোর বিষয়ে আনচেলত্তি বলেছেন, ‘পুরোপুরি সুস্থ রয়েছেন রোনালদো। তার কোনো সমস্যা নেই।’