আশায় ছিলেন ব্রাজিল সুপারস্টার রোনালদিনহো। ঘরের মাঠে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন। কিন্তু সে আশায় গুঁড়েবালি। লুই ফেলিপ স্কোলারির দলে জায়গা হয়নি তার। তবে ব্রাজিল দলে জায়গা না পেলেও নিজ দেশে বিশ্বকাপ থেকে কিছু অর্থ আয়ের রাস্তা খুঁজে পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। বিশ্বকাপ চলাকালে রোনালদিনহো তার রিও ডি জেরিরোর জাঁকজমকপূর্ণ বাড়িটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি রাতের জন্য বাড়িটির ভাড়া নির্ধারণ করে দিয়েছেন ১২ লাখ টাকা।
ভক্তরা যে কেউ চাইলে ব্রাজিল কিংবদন্তির বাড়িটি ভাড়া নিতে পারবেন। রোনালদিনহোর বাড়িতে শয়ন কক্ষ রয়েছে মোট পাঁচটি। রয়েছে সুদৃশ্যমান একটি সুইমিং পুল। প্রতিটি শয়ন কক্ষ অত্যন্ত মনোরম। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা রক্ষীরা দেখাশুনা করবেন। বাড়ির সামনে বিশাল ফাঁকা জায়গা। কোনো হোটেলে কিংবা কটেজে এমনটা দেখা যায় না। একটি পাঁচ তারকা হোটেলে যা যা থাকে মোটামুটি সব সুবিধাই পাবেন ভাড়াটিয়া। তাছাড়া রোনালদিনহোর বাড়ির বাহির পাশে ধূমপান করার জন্যও নির্দিষ্ট জায়গা রয়েছে। বাড়ির প্রতিটি রুমের দেয়ালেই দামি দামি অনেক চিত্রকর্ম আছে। রোনালদিনহো যে যে দলে খেলেছেন সেখানকার নানা ছবিও আছে। সব সময় একটি সার্ভিস টিম ভাড়াটিয়াকে সহায়তা করবে। অতিথিদের থাকার ব্যবস্থাও রয়েছে।
ব্রাজিল দলে সুযোগ না পাওয়ায় বন্ধুদের সঙ্গে সময় কাটাতে রোনালদিনহো এখন পর্তুগালে। সেখান থেকেই তার টুইটার পেজে লিখেছেন, 'আগামী কয়েক মাসের জন্য আমার রিওর বাড়িটি ভাড়া দিচ্ছি। সুন্দর এ বাড়িটির সুবিধা আপনিও নিতে পারেন। অত্যাধুনিক সব সুযোগ সুবিধাই পাবেন এখানে।'