মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ রাসেলের পর কোচ মারুফুল হক এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিচ্ছেন। টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে আজই তার ফেডারেশন কাপ বিজয়ীদের দায়িত্ব নেওয়ার কথা। শেখ জামাল ফুটবল দলের ম্যানেজার ইকবাল করিম হেলাল বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, জোসেফ আফুসিই হেড কোচের দায়িত্ব পালন করবেন। তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে মারুফকে আনা হয়েছে। তবে অন্য দল বলছে ক্লাব সভাপতি মনজুর কাদের আফুসির বিভিন্ন কাজে ক্ষুব্ধ। মৌসুমে প্রথম ট্রফি ফেডারেশন কাপ জয় ও লিগে দলকে পয়েন্ট তালিকায় শীর্ষে রাখলেও সভাপতি আফুসির ওপর মনঃতুষ্ট হতে পারছেন না। বিশেষ করে ভালোমানের বিদেশি ফুটবলার আনার প্রতিশ্রুতি দিলেও মানসম্পন্ন খেলোয়াড় না হওয়াতে কাদের আফুসিকে রাখতেই চাচ্ছিলেন না। কিন্তু ক্লাবের অন্য কর্মকর্তারা ব্যাপারটি খারাপ দেখাবে বলে না করলে কাদের থেমে যান। শুক্রবার উত্তর বারিধারার সঙ্গে শেখ জামাল ড্র করাতে কাদের পুনরায় ক্ষুব্ধ হয়ে উঠেন। তাই গতকালই মারুফের সঙ্গে ক্লাবের চূড়ান্ত চুক্তি হয়ে যায়। টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে আসলেও জানা গেছে মূলত কোচের দায়িত্ব পালন করবেন মারুফই। আগামী মৌসুমে মারুফ যে কোচ হচ্ছেন তা পুরোপুরি নিশ্চিত। এমনকি চলতি লিগে তৃতীয় রাউন্ডে আফুসিকে বিদায় জানিয়ে মারুফই কোচ হয়ে যাবেন। উল্লেখ্য এবার লিগের দ্বিতীয় পর্বে শুরুর আগে শেখ রাসেল কোচের দায়িত্ব থেকে মারুফকে অব্যাহতি দেয়। গত বছর তিনি শেখ রাসেলকে ফুটবলে তিনটি ট্রফি এনে দেন। এর আগে মুক্তিযোদ্ধায় এক ও মোহামেডানে দুই বছর কোচের দায়িত্ব পালন করেন। এবার তার নতুন ঠিকানা হলো শেখ জামালে।