আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, ডিয়াগো কস্তা, ইকার ক্যাসিয়াস, ডেভিড ভিয়া- স্পেনসহ বিশ্ব ফুটবলের এক একজন তারকা ফুটবলার। এমন সব ফুটবলার যে দলে, স্বাভাবিকভাবেই যে কোনো আসরের ফেবারিটের তকমাটা সে দলের নামের পাশেই থাকবে। এমন বিবেচনায় এবারের বিশ্বকাপের ফেবারিট নিঃসন্দেহে স্পেন। কিন্তু বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কোচ ভিনসেন্ট দেলবঙ্ সূক্ষ্মভাবে ফেবারিটের চাপটা নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলেছেন। চাপটা দিয়েছেন স্বাগতিক ব্রাজিলের ওপর। স্পেনিশ কোচের মতে, এবারের আসরে বিশ্বকাপ শিরোপা জেতার সবচেয়ে বড় দাবিদার ব্রাজিল। অবশ্য স্বাগতিকদের ফেবারিট বলার যথেষ্ট যুক্তিও রয়েছে দেলবঙ্রে ভাণ্ডারে। গত বছর কনফেডারেশন কাপের ফাইনালে ব্রাজিলের কাছেই স্পেন হেরেছিল ৩-০ গোলে।
বর্তমান চ্যাম্পিয়নরা ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আজ। দলে ডাক পাওয়া অধিকাংশ ফুটবলারই তিন জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। ফুটবলাররা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা কাপ খেলে ক্লান্ত। এ নিয়ে চিন্তিত কোচ ডেলবক্স, 'টানা ফুটবল খেলে ক্লান্ত ফুটবলাররা। ফুটবলারদের ক্লান্তি নিয়ে আমি বেশ চিন্তিত। অবশ্য বিশ্বকাপের আগে যে সময় পাচ্ছি, তাতে আশা করি সবাই আবার প্রাণবন্ত হয়ে উঠবেন।' দলের ফুটবলারদের ক্লান্তি নিয়ে চিন্তিত ডেলবক্স এবারের আসরে ব্রাজিলকে ফেবারিট ধরেছেন অসাধারণ ফুটবল খেলছে বলে, 'এবারের বিশ্বকাপে ব্রাজিলই সবচেয়ে বড় ফেবারিট। ওরা সবাই একসঙ্গে ফুটবল খেলতে অভ্যস্থ। তবে প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারদের কঠিন লড়াই করতে হবে।' ব্রাজিলকে ফেবারিট তালিকায় রেখেছেন। আবার চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসের সম্ভাবনাও দেখছেন, 'ব্রাজিল ছাড়াও এবারের বিশ্বকাপে জার্মানি ও নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভানা রয়েছে।'