বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তার নাম। ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমদের কোচিং করাবেন। হেড কোচ হিসেবে শ্রীলঙ্কার চন্ডিকা হাতুরাসিংহেকে নিয়োগ দিয়েছে বিসিবি। তারপরও নাম শোনা যাচ্ছিল সারওয়ার ইমরানের। সারওয়ার ইমরান ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের কোচিং স্টাফ প্যানেলে রয়েছেন। তবে মূল কোচ হিসেবে নয়। সহকারী কোচ হয়ে। কাল বিসিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তার নাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন ঢাকায় আসছে ভারত। সিরিজের প্রথম ম্যাচ ১৫ জুন। দ্বিতীয় ও তৃতীয়টি ১৭ ও ১৯ জুন। দিবা-রাত্রির সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।