কার্লো আনসেলত্তি এসি মিলানে খেলেছেন দীর্ঘদিন। একজন মিডফিল্ডার হিসেবে এসি মিলানের জার্সিতে জয় করেছেন সিরি এ, সুপার কোপা ইতালিয়া, উয়েফা সুপার কাপ এবং ইউরোপীয়ান কাপ (চ্যাম্পিয়ন্স)। ১৯৮৯ ও ১৯৯০ সালে এসি মিলানের হয়ে ইউরোপীয়ান কাপ জয় করেন তিনি। এরপর খেলোয়াড়ি জীবন শেষ করে যোগ দেন কোচিং ক্যারিয়ারে। জুভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজিতে কোচের দায়িত্ব পালন করেছেন। ১৮ বছর কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন তিনি। লক্ষ্য ছিল লা ডেসিমা জয় করা। চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা তিনি এনে দিলেন রিয়াল মাদ্রিদকে প্রথম অভিযানেই। মাত্র ৫৪ বছর বয়সেই ফুটবলার ও কোচ হিসেবে জয় করেছেন পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা! ইতিহাসে তিনি দ্বিতীয় কোচ হিসেবে জয় করেছেন তিনটা শিরোপা। এর আগে বব পেইসলি লিভারপুলের কোচ হিসেবে জয় করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে (ইউরোপীয়ান কাপ) তিন শিরোপা (১৯৭৭, ১৯৭৮ ও ১৯৮১)। আনসেলত্তি এর আগে এসি মিলানের কোচ হিসেবে ২০০৩ ও ২০০৭ সালে জয় করেছেন চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদকে লা ডেসিমা উপহার দেওয়ার পাশাপাশি তিনিও ঢুকে গেলেন রেকর্ড বুকে। বব পেইসলির পাশে স্থান করে নিলেন এই ইতালিয়ান। ইতিহাস গড়ার পর শিষ্যদের ধন্যবাদ দিয়েছেন আনসেলত্তি। তিনি বলেন, 'আমরা মৌসুমের প্রথম ম্যাচ থেকেই লা ডেসিমা জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলাম। এর জন্য আমরা সারা বছরই পরিশ্রম করেছি। ফুটবলারদের আমি অভিনন্দন জানাই এই অর্জনের জন্য।'