সফরকারী মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনটি বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টিতে। খেলা হয়েছে মাত্র ৫৭.৩ ওভার। এরপর বৃষ্টি ও আলোর স্বল্পতার জন্য বন্ধ হয়ে যায় দিনের খেলা। খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সংগ্রহ করেছে ৯ উইকেটে ২১৭ রান।