চন্ডিকা হাতুরাসিংহেকে হেড কোচ নিয়োগের পর থেকেই ক্রিকেট পাড়ায় ভেসে বেড়াচ্ছিল নামটি। হিথ স্ট্রিক, জিম্বাবুয়ের অল টাইম গ্রেট ফাস্ট বোলার। আফ্রিকান দেশটির হয়ে মাঠ কাঁপানো এই ফাস্ট বোলার এখন পুরোদস্তুর পেশাদার কোচ। গতকাল আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য টাইগারদের বোলিং কোচ হিসেবে স্ট্রিকের নাম ঘোষণা করেছে বিসিবি। এজন্য বার্ষিক বেতন ধরা হয়েছে ৮০ হাজার ডলার। চুক্তি দুই বছরের। কিন্তু সিরিজ ও টুর্নামেন্ট শিডিউল দেখে সাবেক এই ফাস্ট বোলার কাজ করবেন ৪৫০ দিন। মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আল-আমিনদের নিয়ে স্ট্রিক কাজ শুরু করবেন জুনের প্রথম সপ্তাহে।
স্ট্রিকের চেয়ে রেসে এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার লিজেন্ড ফাস্ট বোলার চামিন্দা ভাস। ভাসের সঙ্গে আলোচনাও অনেকদূর এগিয়েছিল বিসিবির। আগ্রহী ছিলেন এই লঙ্কান ফাস্ট বোলার। কিন্তু কোচিং স্টাফ পুরোটাই শ্রীলঙ্কার হউক, এমনটা চাননি বিসিবির অনেক পরিচালক। তাই ভাসের জায়গা হয়নি বোলিং কোচ হিসেবে। কাল স্ট্রিকের নাম ঘোষণা করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, 'বিসিবি অনেকদিন ধরেই একজন বোলিং কোচ খুঁজছিল। বেশ কয়েকজনের সঙ্গেই আলোচনা করেছে বিসিবি। এদের মধ্যে থেকেই স্ট্রিককে বেছে নেওয়া হয়। তার সঙ্গে চুক্তি করা হয়েছে দুই বছরের। স্ট্রিককে শুধু জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়নি, তিনি বিসিবির বোলিং কোচ। আমরা যখন যে জায়গায় তাকে ব্যবহার করতে চাইব, সেখানেই সার্ভিস দিতে প্রস্তুত স্ট্রিক।'
বোলিং কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম ছিল তালিকায়। প্রোফাইল যাচাই-বাছাই করে ১৮৯ ওয়ানডে ও ৬৫ টেস্ট খেলা স্ট্রিককেই বাছাই করে নেয় বিসিবি। টেস্টে তার উইকেট সংখ্যা ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯টি। বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৬ টেস্ট ও ১০ ওয়ানডে। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন আবাহনীর হয়ে। স্ট্রিক কাজ করেছেন লিজেন্ড ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার জেফ থমসন, ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল ও দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের সঙ্গে। স্ট্রিকের চুক্তি শুরু জুন মাসের প্রথম সপ্তাহে। ভারতের বিপক্ষে সিরিজে বোলিং কোচ করবেন বলে জানিয়েছেন মিডিয়া চেয়ারম্যান, 'ভারত সিরিজের আগেই স্ট্রিক চলে আসবেন বলে আশা করছি। জুনের প্রথম সপ্তাহে তার আশার কথা। এসেই যোগ দিবেন বাংলাদেশ দলের সঙ্গে।'
মাশরাফিদের দায়িত্ব নেওয়ার আগে জিম্বাবুয়ের বোলিং কোচ ছিলেন স্ট্রিক। মুশফিকদের হেড কোচ ও বোলিং কোচ চূড়ান্ত হয়েছে। এখন বাকি রয়েছে ফিল্ডিং ও স্পিন কোচ। কারা হবেন, কাদের নাম রয়েছে আলোচনায়। এ নিয়ে কোনো কিছু বলেননি বিসিবির মিডিয়া চেয়ারম্যান। তবে জানিয়েছেন, বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে। এরমধ্যে স্বল্প সময়ের জন্য ফিল্ডিং কোচ হিসেবে চার সপ্তাহের জন্য চাইছে জন্টি রোডসকে। রোডস বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কাজ করছেন। তার সঙ্গে কথা বলার জন্য বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন এখন ভারত অবস্থান করছেন। স্পিন বিশেষজ্ঞ হিসেবে এক সময় কাজ করেছেন পাকিস্তানের সাকলাইন মুস্তাক। তবে বিশ্বকাপের আগে অন্য কাউকে দেখা যেতে পারে স্পিন কোচ হিসেবে।