সাকিব আল হাসান বাংলাদেশ ভারত সিরিজের প্রথম ওয়ানডের বৃষ্টিবিঘ্নিত ম্যাচের মাঝখানে স্ত্রী উম্মে আহম্মেদ শিশিরকে টিজ করায় কয়েক বখাটেকে পিটিয়ে এবার নিজেই দণ্ড ভোগ করতে যাচ্ছেন। তবে তা মারধরের জন্য নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রীতি ভঙ্গ করে।
বৃষ্টিতে খেলা বন্ধ হলে ওই রাতে ভিভিআইপি বক্সে স্ত্রীর নালিশ শুনে বখাটেদের উত্তম-মধ্যম দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার।
ম্যাচ চলাকালে ড্রেসিং রুম ছেড়ে বাইরে যাওয়া টিম রুলে মানা। এ অপরাধে সাকিবকে শুনানির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেকে পাঠায় শনিবার। শুনানিতে উপিস্থিত ছিলেন বিসিবির পরিচালক আকরাম খান, জালাল ইউনুস এবং সিইও নিজামুদ্দিন আহম্মেদ চৌধুরী।
শুনানিসূত্র জানায়, এই বিধিভঙ্গে সাকিব আল হাসানের অর্থদণ্ড হতে পারে।
ম্যাচ চলাকালে ড্রেসিং রুমের বাইরে যাওয়ায় বিসিবির শুনানি প্রসঙ্গে সাকিব জানান, সেটা ভুল ছিল, ম্যাচ চলাকালে এমনটি করা অবশ্যই উচিত নয়।