১৯৯৪ সালের বিশ্বকাপে রজার মিলা যখন ক্যামেরুনের জার্সিতে শেষ ম্যাচে মাঠে নামেন তখন তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। তিনিই ছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। কাল কলম্বিয়ার গোলরক্ষক ফারিদ মনড্রাগন ৪৩ বছর ৩ দিন বয়সে মাঠে নেমে মিলার রেকর্ডটি ভেঙে দিলেন। কোচ হোসে পেকারম্যান ৮৫ মিনিটে তাকে মাঠে নামান। জাপানের বিরুদ্ধে ম্যাচে ৩-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে কলম্বিয়া।
পেকারম্যান বলেন, 'মনড্রাগন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। যখন থেকে তিনি জাতীয় দলে যোগ দিয়েছেন তখন থেকেই দলের পক্ষে দারুণ অবদান রেখে আসছেন। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার মতো কেউ দলে থাকলে তা কার্যত দলের তরুণদের দারুণ উজ্জীবিত করে। মনড্রাগনও সেই কাজটাই দীর্ঘদিন ধরে করে আসছে। আজ আমরা তাকে রেকর্ড সৃষ্টি করার সুযোগ করে দিয়েছি।'