সানিয়া মির্জা ও তাঁর জিম্বাবোয়ের পার্টনার কারা ব্ল্যাক উইম্বলডনে সহজেই প্রথম রাউন্ডের গণ্ডি টপকালেন। বুধবার মহিলা ডাবলসে মার্টিনা হিঙ্গিস ও ভেরা ভোনারেভাকে স্ট্রেট সেটে (৬-২, ৬-৪) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় সানিয়া-কারা জুটি।
শুরুটা অবশ্য ভাল হয়নি ইন্দো-জিম্বাবোয়ে জুটির। প্রথম সেটের তৃতীয় গেমে সার্ভিস হারায় তারা। কিন্তু, চতুর্থ গেম থেকেই ঘুরে দাঁড়ায় চতুর্থ বাছাই জুটি। টানা পাঁচটি গেম জেতেন তাঁরা। দ্বিতীয় সেটেও আধিপত্য বজায় রাখেন সানিয়ারা। ৫-২ এগিয়ে যাওয়ার পর নবম গেমে সার্ভিস হারায় সানিয়া-কারা জুটি। কিন্তু, দশম গেমে হিঙ্গিসদের সার্ভিস ভেঙে সেট ও ম্যাচ পকেটে পুরে নেন ইন্দো-জিম্বাবোয়ে জুটি।