রাফায়েল নাদাল ২০১২ উইম্বলডনে হারার বদলা বৃহস্পতিবার নিতে সফল হল। চেক প্রজাতন্ত্রের লুকাস রসোলের কাছে হেরেই সে বছর অল ইংল্যান্ড ক্লাব থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনীয় এই তারকাকে। এদিনও বিশ্বের এক নম্বর তারকা জিতলেন যথেষ্ট লড়াই করেই। ম্যাচের ফল ৪-৬, ৭-৬ (৮-৬), ৬-৪, ৬-৪ সেটে।
এদিন প্রথম সেটটা জিতেই চমকে দিয়েছিলেন রসোল। যদিও দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে আবার দারুণভাবে ম্যাচে ফিরে আসেন নাদাল। এই সেট হারার পর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি রসোল। তৃতীয় রাউন্ডে এবার নাদালের প্রতিপক্ষ হতে চলেছেন কাজাখস্তানের মিখায়েল কুকুশকিন।