টেনিসের বিশ্বকাপ বলে খ্যাত উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের স্ব স্ব ম্যাচে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস, পঞ্চম বাছাই মারিয়া শারাপোভা, সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার ও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরেক সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কা। খবর বিবিসির
মার্কিন তারকা খেলোয়াড় সেরেনা দক্ষিণ আফ্রিকার চানেল্লে স্কিপারস'র বিরুদ্ধে মাত্র ৪৯ মিনিটে জয় তুলে নেন। সেরেনা সরাসরি সেটে চানেল্লের বিরুদ্ধে ৬-১, ৬-১ গেমে জয় পান। পাঁচবার উইম্বলডন শিরোপাজয়ী এ মার্কিনি পুরো ম্যাচে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। আর মেয়েদের এককে রুশ সুন্দরী ও চলতি বছর ফ্রেঞ্চ ওপেন শিরোপাজয়ী শারাপোভাও প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় তুলে নেন। তিনি সুইজারল্যান্ডের টিমেয়া বাসিঞ্জকিকে ৬-২, ৬-১ গেমে সরাসরি সেটে হারান।
এছাড়া মেয়েদের এককে আরো জয় পেয়েছেন টুর্নামেন্টের ১১তম বাছাই ও সাবেক নাম্বার ওয়ান তারকা সার্বিয়ার আনা ইভানোভিচ। তৃতীয় রাউন্ডে আনা গতবারের রানার্সআপ জার্মানির সাবিনে লিসিকির বিরুদ্ধে খেলবেন।
এদিকে, ছেলেদের এককে জয় পেয়েছেন চতুর্থ বাছাই রজার ফেদেরার। এ পর্যন্ত সাতবার উইম্বলডন শিরোপাজয়ী ফেদেরার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লুক্সেমবার্গের জাইলস মুলারকে ৬-৩,৭-৫, ৬-৩ সেটে পরাজিত করেন। এছাড়া ছেলেদের এককে জয় পেয়েছেন পঞ্চম বাছাই ভাভরিঙ্কা। তিনি তাইওয়ানের লু ইয়েন সানকে ৭-৬ [৮-৬], ৬-৩, ৩-৬, ৭-৫ সেটে পরাজিত করেন।