হারতে হারতে মুশফিকুর রহিমদের আত্মবিশ্বাস এখন তলানিতে এসে ঠেকেছে। গেল ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজ থেকে সেই যে হারের চক্করে পড়েছে টাইগাররা, তা থেকে মুক্তি পাচ্ছে না। হেরেই চলেছে। হারছে আবার দুর্দমনীয় গতিতে। অথচ চন্ডিকা হাতুরাসিংহের নেতৃত্বাধীন নতুন কোচিং স্টাফের অধীনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজে পা রাখেন মুশফিকরা। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার অদম্য আগ্রহ নিয়ে খেলেও জিততে জিততে হেরে যায় প্রথম ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডের পারফরম্যান্স চরম লজ্জার। ক্যারিবীয়বাহিনীর শানানো আক্রমণ রুখতে ব্যর্থ টাইগাররা মাত্র ৭০ রানে গুটিয়ে লজ্জায় সিক্ত করে ক্রিকেটপ্রেমীদের। মুশফিকদের এই যাচ্ছেতাই পারফরম্যান্স জোরালোভাবে আলোচনায় উঠিয়ে এনেছে সাকিব আল হাসানকে। অনুজ্জ্বল টাইগারদের টানা হারের গতিতে যতি টানতে সাকিবকে চাইছেন অনেকেই। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতি দলকে মানসিকভাবে পিছিয়ে রেখেছে প্রথম ওয়ানডের আগে স্বীকারও করেন টাইগার অধিনায়ক। দলের পারফরম্যান্সের গ্রাফকে ফের উপরের দিকে নিতে জিম্বাবুয়ে সিরিজেই ফিরিয়ে আনা হতে পারে নিষিদ্ধ সাকিবকে। আবেদনের প্রেক্ষিতে তার শাস্তির মেয়াদ কমানো হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভায় । অনুমতি দেওয়া হতে পারে ঘরোয়া ক্রিকেট খেলারও। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে বাদানুবাদে লিপ্ত এবং অসৌজন্যমূলক আচরণের জন্য সাকিবকে গত ৭ জুলাই সব ধরনের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ করে বিসিবি। এছাড়া দেশের বাইরে বিভিন্ন লিগ খেলা থেকে বিরত রাখতেও দেড় বছরের বিধি নিষেধ আরোপ করা হয়। অবশ্য এর আগেও নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভদ্র, অভব্য আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন তিন ওয়ানডে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেন এশিয়া কাপে। কিন্তু গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন টিম ম্যানেজারের অনুমতি ছাড়া ড্রেসিং রুম ছেড়ে গ্যালারিতে মারপিট করেন। এছাড়া সিপিএল খেলতে বিসিবির অনাপত্তি ছাড়পত্র না নিয়েই ঢাকা ছাড়েন সাকিব। খেলার অনুমতি নিয়ে কোচের সঙ্গে তর্কও করেন সাকিব। এসব দলীয় শৃঙ্খলার পরিপন্থী; গত জুলাইয়ে বিশেষ সভা করে তাই নিষিদ্ধ করা হয় সাকিবকে।
অবশ্য শাস্তির মেয়াদ পুনর্বিবেচনার জন্য গত ২০ জুলাই সাকিব আবেদন করেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বরাবর। আবেদন করার আগে অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন টাইগারদের সাবেক অধিনায়ক। শোনা যায়, সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগেরও চেষ্টাও করেছিলেন। কিন্তু দেখা করতে পারেননি। সাকিবের শাস্তি যেদিন ঘোষণা করা হয়, সেদিন অনেক কঠোর ছিলেন বিসিবির পরিচালকরা। সময়ের সঙ্গে সঙ্গে কঠোর অবস্থান থেকে তারা সরে দাঁড়াতে থাকেন। এখন পরিচালকরাই চাইছেন শাস্তি কমাতে। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য আজকের সভায় শাস্তি কমানোর বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। শুধু জানিয়েছেন বিষয়টি আলোচনা হবে এবং সিদ্ধান্ত হতেও পারে, ‘সভায় বোর্ড সভাপতি সব পরিচালকদের সঙ্গে আলোচনা করবেন। সবাই তাদের নিজ নিজ মতামত জানাবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শাস্তি কমতেও পারে।’ শাস্তি না কমিয়ে কোনো উপায় নেই বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। তাদের মতে, টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিং বাড়াতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততেই হবে বাংলাদেশকে। আর সেটা সম্ভব নয় সাকিবের মতো দেশ সেরা ক্রিকেটারকে ছাড়া। তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলতে আগামী অক্টোবরে ঢাকায় আসছে জিম্বাবুয়ে।
পরিচালনা পর্ষদের আজকের সভায় শুধু সাকিবের বিষয়ই নয়, ডিসেম্বরে বিপিএল আয়োজনের বিষয়টিও আলোচিত হবে। অবশ্য বিপিএল নিয়ে যথেষ্ট বিপাকে বিসিবি। দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা প্রমাণিত হওয়ায় ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া বিপিএলে খেলা ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিকও পরিশোধ করা হয়নি এখন পর্যন্ত। এসব সমস্যা নিয়েই বিসিবি চাইছে নিজ তত্বাবধানে বিপিএল মাঠে গড়াতে। পরিচালকরা যাই সিদ্ধান্ত নেন না কেন, নিজেদের অবস্থান থেকে নমনীয় হয়ে দেশের ক্রিকেটকে প্রাধান্য দিবেন, এটাই কামনা দেশবাসীর।
শিরোনাম
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
- ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র
- ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
- সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- ব্যবসায়ী দলের শুভেচ্ছায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক
- প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা
- সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
- প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে
- ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর
- রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন বিধ্বস্ত : স্থগিত নাহিদদের ম্যাচ
- চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
- ববি উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে শিক্ষকদের সংহতি
- বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ
- মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : গভর্নর
শাস্তি কমছে সাকিবের
বিসিবির বৈঠক আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
২ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সংঘাতের মধ্যেই পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ শুরু
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম