আর্মি স্টেডিয়াম নাকি ওল্ড ট্রাফোর্ড! বিভ্রান্তিতে পড়ে যাচ্ছিলেন দর্শকরা। মাঠে লাল-সাদা জার্সিতে যে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল খেলছিল তা বিশ্বাসই হচ্ছিল না। কী চমৎকার পাসিং, ড্রিবলিং, কতো সুন্দরভাবে বল নিয়ন্ত্রণ, মনে হচ্ছিল ওল্ড ট্রাফোর্ডে খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। মামুনুল-সোহেল রানাদের পাসিং ফুটবল দেখে রুনি-পার্সির কথাও কখনো কখনো মনে হচ্ছিল। দেশের ফুটবলের এই পড়ন্তবেলায় এমন সুন্দর ফুটবল চোখেই পড়ে না। তবে এতো সুন্দর খেলেও নেপালের বিরুদ্ধে মাত্র ১-০ গোলের জয়ে মন ভরেনি দর্শকদের। হয়তো খেলোয়াড়রাও সন্তুষ্ট নন! প্রথমার্ধেই অন্তত ডজন খানেক গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফিনিশিং ঠিকমতো হয়নি। তারপরেও শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় এশিয়ান গেমসের আগে আত্মবিশ্বাসটা বেড়ে গেল। ইনচেনে আফগানিস্তান, উজবেকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের ঝালাই করে নিল বাংলাদেশ। এক সময় এই নেপাল বাংলাদেশের কাছে পাত্তাই পেত না। বাংলাদেশকে রীতিমতো ভয় পেত। মাঠে নামলে পরাজয়ই ছিল তাদের নিয়তি। কিন্তু নেপাল এখন বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায়। গত সাফ গেমসের নেপালের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই প্রীতিম্যাচ হলেও প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ ছিল এটি। আর সুযোগটি ভালোভাবেই কাজে লাগালেন মামুনুলরা। কাল ৬০ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মামুনুলের কর্নার থেকে পাওয়া বল ক্লিয়ার করেন নেপালের এক ডিফেন্ডার। কিন্তু ডি-বক্সের বাইরে থাকা সোহেল রানা বল পেয়ে জোরালো এক শট। দুর্দান্ত এক গোল। এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায়। কাল সকাল থেকে কয়েক দফায় বৃষ্টির কারণে আর্মি স্টেডিয়ামে পানি জমে যায়। আধা ঘণ্টা খেলার পর মাঠ হয়ে যায় যেন ধানক্ষেত! ভেজা মাঠে বাংলাদেশ যেন অপ্রতিরোধ্য। মামুনুল-তকলিস-মিশুরা একের পর এক নেপালের গোলমুখে আক্রমণ করে। তৃতীয় মিনিটে দারুণ একটি সুযোগ সৃষ্টি করে। ডান প্রান্ত দিয়ে তকলিস নেপালি ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ছিলেন, চমৎকার পাসও দিয়েছিলেন। কিন্তু সহযোগী খেলোয়াড় না থাকা নিশ্চিত গোলের সুযোগটি নষ্ট হয়ে যায়। ৭ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন তকলিস। ডি-বক্সের মধ্যে বল পেয়ে গোল করতে পারেননি। তকলিসের শটটি গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ১৪ মিনিটে ড্রিবলিং করতে করতে হেমন্ত নেপালের ডি-বক্সে ঢুকে পড়েন। শটও করেন, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। ১৭ মিনিটে তপুর শটটি গোলবারের ফুট খানেক ওপর দিয়ে চলে যায়। ২২ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন তপু। ২৫ মিনিটে হেমন্তের মিসটি ছিল অমার্জনীয়। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল দেখা পায়নি বাংলাদেশ। নেপাল তো বলের দেখাই পায়নি বলতে গেলে। তবে দ্বিতীয়ার্ধে লড়াই হয়েছে অনেকটা সমানে সমান। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। নেপালের বিরুদ্ধে ম্যাচটি কিন্তু নিছক একটি প্রীতি ছিল না, প্রতিশোধের ম্যাচ! তা বোঝা যায় শেষ দিকে মাঠের উত্তেজনায়। খেলা শেষ হওয়ার মিনিট কয়েক আগে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতিও হয় এক দফা। আর খেলা শেষে দর্শকদের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে দর্শকরা যেন উসাইন বোল্টের গতিতে মাঠে চলে আসে। লাউড স্পিকারে বাজতে থাকে হিন্দি টপ মিউজিক ‘দিল বেত্তোমিজ, দিল বেত্তোমিজ!’ ...ফুটবলারদের চারপাশ ঘিরে নাচতে থাকেন দর্শকরা। দর্শকদের সে কী উন্মাদনা! জয়টা প্রস্তুতি ম্যাচে নয়, যেন বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ!
এমন ম্যাচ দেখে সন্তুষ্ট বাংলাদেশের কোচ ক্রুইফ। ম্যাচ শেষে তিনি বলেন, ছেলেদের খেলা দেখে আমি খুশি। আমার পুরো দলই ভালো খেলেছে। আজ ম্যান অব দ্য ম্যাচ কোনো ব্যক্তি নয়, পুরো দল। তবে এখনো অনেক জায়গায় কিছু দুর্বলতা রয়েছে। সেগুলো নিয়ে এই কয়েক দিন কাজ করব।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
- এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ
- তিন দাবিতে জবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
নেপালকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ
বাংলাদেশ ১ : ০ নেপাল
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর