আনা কুর্নিকোভা ১৯৯৬ সালে ইউএস ওপেনে মেয়েদের এককে সর্বকনিষ্ঠ তারকা হিসেবে ম্যাচ জয় করেছিলেন। প্রথম রাউন্ডে চিবুলকভাকে হারিয়ে রুশ সুন্দরীর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মার্কিন তরুণী সিসি বেলিস। তবে দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন ১৫ বছরের সিসি বেলিস। কাজাখস্তানের জেরিনা দিয়াসের কাছে ৬-৩, ০-৬, ৬-২ গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি। ১৯৯৬ সালে আনা কুর্নিকোভা চতুর্থ রাউন্ড পর্যন্ত খেলেছিলেন। কুর্নিকোভার এই রেকর্ডটা স্পর্শ করা হলো না বেলিসের।
ইউএস ওপেনে শিরোপার লক্ষ্যে এগিয়ে চলেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ এবং মেয়েদের এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। গত বৃহস্পতিবার মধ্যরাতে সার্বিয়ান তারকা জকোভিচ দ্বিতীয় রাউন্ডে ৬-১, ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন পল হেনরি ম্যাথুকে। তৃতীয় রাউন্ডে তিনি মার্কিন তারকা স্যাম কুয়েরির মুখোমুখি হবেন। সেরেনা উইলিয়ামস দ্বিতীয় রাউন্ডে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন স্বদেশি ভ্যানিয়া কিংকে। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন স্বদেশি বারবারা লেপচেঙ্কোর। এ ছাড়াও পুরুষ এককে জয় পেয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে, ফরাসি তারকা জো-উইলফ্রেড সঙ্গা, জাপানি তারকা কেই নিশিকুরি এবং কানাডার মিলোস রাউনিচ। অ্যান্ডি মারে ২য় রাউন্ডে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন জার্মানির ম্যাথিয়াসকে। সঙ্গা ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন কাজাখস্তানের আলেক্সান্ডারকে। মেয়েদের এককে জিতেছেন চেক তরুণী পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, কার্লা সুয়ারেজ, মাকারোভা, এবং ইউজিন বুচার্ড। তবে হেরে গেছেন সাবেক এক নম্বর আনা ইভানভিচ। তিনি চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনার কাছে ৭-৫, ৬-৪ গেমে হেরে গেছেন। বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনাকে। চেক তরুণী পেত্রা কেভিতোভা স্বদেশি পেত্রা চেতকোভস্কাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন। তৃতীয় রাউন্ডে তিনি সার্বিয়ার আলেক্সান্দ্রার মুখোমুখি হবেন।