দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে 'ওয়াকা ওয়াকা' গানের মিউজিক ভিডিও ধারণ করার সময় আলাপ। তারপর ঘনিষ্ঠতা। একসময় ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন দুজন। এই স্বপ্নকে সার্থক করতেই যেন শাকিরা-পিকে জুটির দুনিয়ায় আগমন মিলান পিকে মেবারেকের। গত বছরের ২২ জানুয়ারি জন্ম নেয় মিলান। তার জন্মের দুই বছরের মধ্যেই আবারও মা হতে চলেছেন শাকিরা। মিডিয়াকে বলেছেন, 'হ্যাঁ, আমি মা হতে চলেছি।' ৩৭ বছর বয়সী এই তারকা এর চেয়ে বেশি কিছু বলতে চাননি। তবে এবারও ছেলে সন্তানেরই জন্ম দেবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। 'কসমোপলিটান' ম্যাগাজিনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা বিষয়টি নিশ্চিত করেছেন।