উয়েফা ইউরোপা লিগে এক রাতেই দুই হ্যাটট্রিক হয়েছে। গত বৃহস্পতিবার প্লে-অফ রাউন্ডের দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করেছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের অস্ট্রিয়ান স্ট্রাইকার মাতেও কভাচিচ এবং জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাবাখের বসনিয়ান স্ট্রাইকার বনিমির। কভাচিচের দুর্দান্ত হ্যাটট্রিকে ইন্টার মিলান ৬-০ গোলে হারিয়েছে আইসল্যান্ডের ক্লাব স্টিয়ারম্যানকে। দুই লেগ মিলিয়ে ৯-০ ব্যবধানে জিতে গ্রুপ পর্ব নিশ্চিত করেছে ইন্টার মিলান। গত মৌসুমে ইতালিয়ান সিরি এ লিগে শীর্ষ তিনে না থাকায় ইন্টার মিলানকে এবারেও খেলতে হচ্ছে ইউরোপা লিগ। এদিকে বসনিয়ান স্ট্রাইকার বনিমিরের হ্যাটট্রিকে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাবাখ ৭-০ গোলে হারিয়েছে সারাজেভোকে। প্রথম লেগে ২-৩ গোলে জিতেছিল জার্মানরা। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় গ্রুপ পর্ব নিশ্চিত হয়েছে মঞ্চেনগ্লাবাখেরও।