বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহক রেখেছেন টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও মারিয়া শারাপোভা। সুইস লেজেন্ড ও টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ফেদেরার দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার স্যাম গ্রোথকে সরাসরি সেটে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারান। ফেদেরার এর আগে পাঁচবার ইউএস ওপেন জিতেছেন।
আর মেয়েদের বিভাগে টুর্নামেন্টের পঞ্চম বাছাই রুশ সুন্দরী শারাপোভা জার্মানির সাবিনে লিসিকিকে সরাসরি সেটে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেন। শারাপোভা ২০১১ সালে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতেন।
অপরদিকে, টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন স্থানীয় ফেভারিট ভেনাস উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই রুমানিয়ার সিমোনা হালেপ তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে হেরে বিদায় নিয়েছেন। ভেনাস ইতালির সারা ইরানির কাছে ৬-০, ০-৬, ৭-৬ (৭-৫) গেমে হারেন।