ইন্ডিয়ান স্পোর্টস লিগ আইএসএল'র সবচেয়ে বড় চমক দেল পিয়েরো। ২০০৬ জার্মানি বিশ্বকাপ জয়ী ইতালি দলের এ সদস্যকে খেলতে দেখা যাবে টুর্নামেন্টটিতে। দিল্লি ডায়নামো দলের সঙ্গে চারটি ম্যাচ খেলার চুক্তিতে স্বক্ষর করেছেন ৩৯ বছরের ইতালিয়ান এই স্ট্রাইকার।
দিল্লি দলটির মার্কি ফুটবলার হলেন পিয়েরো। আইএসএল'র ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। জুভেন্তাস ক্লাবের হয়ে ৫১৩ ম্যাচে ২০৮ গোল করেছেন দেল পিয়েরো। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক জার্মানির বিরুদ্ধে দেল পিয়েরোর চিরস্মরণীয় গোল আজও নাড়া দেয় ইতালির সমর্থকদের। শেষবার তিনি খেলেন অস্ট্রেলিয়ার সিডনি এফসি ক্লাবের হয়ে।