ক্রিকেট পাগল ভারতের ফুটবলকে জনপ্রিয় করতে দেশের ৮টি শহরকে কেন্দ্র করে আগামী ১২ অক্টোবর শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল। চেন্নাই ফ্রাঞ্চাইজির দলে খেলবেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো।
২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনহোর সঙ্গে ভারতে খেলতে আসবেন আরো বেশ কিছু তারকা ফুটবলার। তাদের মধ্যে অন্যতম ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও জুভেন্টাসের সাবেক তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো। তিনি ডায়নামোস দিল্লি ক্লাবে খেলতে যাচ্ছেন।
চেন্নাই টাইটানস বেশ কিছু দিন ধরে রোনালদিনহোকে ভারতে আনার জন্য পরিকল্পনা করছিল। রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো দি অ্যাসিস চুক্তির ব্যাপারে চেন্নাইয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আগামী দুই বছরের জন্য তিনি চেন্নাইয়ের হয়ে খেলতে আসতে পারেন বলেও ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করছে।
৩৪ বছর বয়সী বার্সেলোনার সাবেক এ তারকা ব্রাজিলের হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ। দেশের জার্সি গায়ে গোল করেছেন ৩৩টি। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে আইএসএলের প্রথম আসর। এ আসরকে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন দলের মালিকের তালিকায় আছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি।
এছাড়া বলিউড তারকা সালমান খান, রণবীর কাপুর, অভিষেক বচ্চন এবং জন আব্রাহাম রয়েছেন বিভিন্ন দলের সহযোগী মালিক হিসেবে। স্পেনিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদও রয়েছে এ আসরকে সাহায্য করতে।
চেন্নাই, দিল্লি, গোয়া, গৌহাটি, কোচি, কলকাতা, মুম্বাই আর পুনেকে নিয়ে গঠিত হয়েছে টুর্নামেন্টের ৮টি দল।