ইউরো-২০১৬ কোয়ালিফাই থেকে পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে স্কোয়াডের বাইরে রেখে দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ পাউলো বেন্তো। ফিটনেস সমস্যা থাকায় ইউরোপ সেরাকে দলে রাখা হয়নি।
গত মৌসুম থেকেই রোনালদো হাঁটুর সমস্যায় ভুগছেন। ব্রাজিল বিশ্বকাপেও ইনজুরি তাকে সমস্যায় ফেলেছিল। তারপরও লা লিগার প্রথম ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন কর্দোভার বিপক্ষে।
কিন্তু বেন্তোর দলে ঠাঁই মেলেনি রোনালদোর। ৭ সেপ্টেম্বর গ্রুপ ‘আই’ এ আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ব্যালন ডি’অর জয়ীকে রাখা হয়নি। এ প্রসঙ্গে বেন্তো বলেন, ‘রোনালদোর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। সে নিয়মিতভাবে খেলতে না পারায় তাকে দলের বাইরে রাখা হয়েছে।’