হামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে এখন সুস্থ তিনি। তাই টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে রবিবারের ম্যাচে অসি জার্সি গায়ে দেখা যাবে ক্লার্ককে। হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে খেলাটি।
ইনজুরিকে সাথে নিয়ে জিম্বাবুয়েতে পা রাখেন ক্লার্ক। ফলে টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। তবে বিশ্রামে থাকার পর সুস্থ হয়ে উঠেছেন ক্লার্ক। তাই জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন তিনি।
নিজের সুস্থতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্লার্ক বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে রোববারের ম্যাচ খেলতে পারবো। মাঠে ফেরাটাই এখন আমার প্রধান লক্ষ্য।’
ক্লার্ক না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে অসি দলের দায়িত্ব পালন করেন জর্জ বেইলি। তার নেতৃত্বে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। তবে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে যায় অসিরা। তাই ৫ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাঙ্গারুরা।
অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারলেও, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পথ তৈরি করে ফেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৬১ রানের হার বরণ করে নেয় তারা। ফলে ২ ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে। তাই পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে স্বাগতিকরা।
জিম্বাবুয়ে : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, টেন্ডাই চাতারা, লুক জংবে, তাফাদজুয়া কামুঙ্গোজি, নেভিল মাদজিভা, টিমিসেন মারুমা, হ্যামিলটন মাসাকাদজা, শিংগিরাই মাসাকাদজা, টিনোটেন্ডা মাবোয়ো, নাতসাই এমসাঙ্গবে, কুথবার্ট মুসোকো, জন নাইউম্বু, ভুসিমাজি সিবান্দা, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ডোনাল্ড টিরিপানো, প্রসপেয়ার উৎসেয়া, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার ও সেন উইলিয়ামস।
অস্ট্রেলিয়া: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), এ্যারন ফিঞ্চ, ফিল হিউজেস, জর্জ বেইলি, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), বেন কাটিং, জেমস ফকনার, কেন রিচার্ডসন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও নাথান লিঁয়।