ইউএস ওপেনে মেয়েদের এককের তৃতীয় রাউন্ডেই ঘটল দুর্ঘটনা। দ্বিতীয় বাছাই রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপকে হারিয়ে দিয়েছেন অবাছাই ক্রোট তরুণী মিরিয়ানা লুচিচ বারোনি। ৭-৬ (৮/৬), ৬-২ গেমে ম্যাচ জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন মিরিয়ানা। হেরে গেছেন ষষ্ঠ বাছাই জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবারও। সুইস তরুণী বেলিন্ডা বেনচিচের কাছে ৬-১, ৭-৫ গেমে হেরেছেন অ্যাঞ্জেলিক। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামসও। তিনি ইতালিয়ান সারা ইরানির কাছে ৬-০, ০-৬, ৭-৬ (৭/৫) গেমে হেরে গেছেন।
দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপকে হারানোর পর ক্রোট তরুণী মিরিয়ানা বলছেন, 'এটা সত্যিই অসাধারণ এবং অবিশ্বাস্য। আমি পুরোপুরিই বোকা বনে গেছি।' ১৯৯৯ সালের পর কোনো ১৭ বছর বয়সী তরুণী গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে পেঁৗছল। চতুর্থ রাউন্ডে মিরিয়ানা ১৩তম বাছাই ইতালিয়ান তরুণী সারা ইরানির মুখোমুখি হবেন।
তারকাদের পতনের রাতেও জয়যাত্রা অব্যাহত রেখেছেন মেয়েদের এককের পঞ্চম ফেবারিট রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। জার্মানির লিসিকিকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন শারাপোভা। জয় পেয়েছেন ক্যারোলিন উজনিয়াকি এবং জেলেনা জাঙ্কোভিচ। ১০ম বাছাই ড্যানিশ তরুণী উজনিয়াকি ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির আন্দ্রিয়া পেতকোভিচকে। জাঙ্কোভিচ ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন সুইডেনের ইয়োহানা লারসনকে। পুরুষ এককে দ্বিতীয় বাছাই রজার ফেদেরারও জয় পেয়েছেন গত শুক্রবার। তিনি দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার স্যাম গ্রোথকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন। তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভার বন্ধু গ্রিগর দিমিত্রভও। তিনি ইসরাইলের ডুডি সিলাকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। পুরুষ এককের চতুর্থ বাছাই স্প্যানিশ তারকা ডেভিড ফেরার অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিকের বিপক্ষে ওয়াকওভার পেয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। ষষ্ঠ বাছাই টমাস বারডিচ ৬-৩, ৪-৬, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন মার্টিন ক্লিজ্যানকে।
চতুর্থ রাউন্ড নিশ্চিত করার পর রুশ তরুণী মারিয়া শারাপোভা বলছেন, 'আমি এবারের ইউএস ওপেনে শিরোপার লক্ষ্য নিয়েই খেলতে নেমেছি। আজকের জয়ে আরও একধাপ এগিয়ে গেলাম।' তাছাড়া তিনি প্রতিপক্ষের প্রসংশাও করেন। তারকা পতনের রাতে শারাপোভা বেঁচেই গেলেন। তবে চতুর্থ রাউন্ডেই তাকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। সামনেই আছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি। এ ম্যাচ নিয়ে উজনিয়াকি বলছেন, 'আজকের ম্যাচ জিতে আমি খুশি। তবে সামনের ম্যাচটা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে।' এই রাউন্ড পাড়ি দিতে পারলে শারাপোভার সামনে কোয়ার্টার ফাইনালে তেমন কঠিন কেউ থাকছে না। এদিকে ১৮তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে ইউএস ওপেনে খেলতে নেমেছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। তাকে উৎসাহ দিতে গ্যালারিতে নিয়মিতই আসছেন তারকারা। তৃতীয় রাউন্ড নিশ্চিত করার পর ফেদেরার বলছেন, 'আজকের ম্যাচ সহজ ছিল না। তবে আমি জিতে দারুণ খুশি।' রজার তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন স্পেনের মার্সেল গ্রানোলারসের। ফেদেরার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারেন শারাপোভার বয়ফ্রেন্ড বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভের। তাছাড়া সেমিফাইনালে তার সামনে পরতে পারে স্প্যানিশ তারকা ডেভিড ফেরার। দিন কয়েক আগে সিনসিনাত্তি ওপেন জিতে রজার ফেদেরার আছেন আত্দবিশ্বাসের তুঙ্গে। ফাইনালে তিনি হারিয়েছিলেন ডেভিড ফেরারকেই। সবমিলিয়ে ফাইনাল পর্যন্ত বড় কোনো বাধা নেই রজার ফেদেরারের সামনে। ১৮তম গ্র্যান্ডস্লামের হাতছানি পাচ্ছেন সুইস তারকা। দীর্ঘ দুই বছর ধরে কোনো গ্র্যান্ডস্লাম জিততে পারছেন না তিনি। শেষ পর্যন্ত কি তবে ইউএস ওপেনেই এই অপেক্ষা শেষ হবে!