আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং স্প্যানিশ তারকা জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর কার্লো আনসেলত্তির প্রথম অভিযান আজ। লা লিগার ম্যাচ খেলতে আজ রিয়াল সুসিদাদের মাঠে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আজ মাঠে নামছে বার্সেলোনাও। ভিলারিয়ালের মুখোমুখি হবে লুইস এনরিকের শিষ্যরা।
ইনজুরি থেকে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং রাফিনহা। দুজনেই গত শুক্রবার পুরো সময় অনুশীলন করেছেন। ডাক্তারদের ছাড়পত্রও পেয়েছেন নেইমার। আজই হয়ত মাঠে নামতে পারেন এই ব্রাজিলিয়ান তরুণ তারকা। বার্সেলোনার প্রতিপক্ষ ভিলারিয়াল মোটেও সহজ দল নয়। বিষয়টা স্বীকার করেছেন ক্রোট তারকা রাকিটিচও। তিনি বলছেন, 'আমরা জানি, ভিলারিয়াল অনেক শক্তিশালী দল। তারা ম্যাচে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে।' প্রথম ম্যাচে এল্চের বিপক্ষে জয় পেয়েছিল কাতালানরা। প্রথম ম্যাচে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদও। সান্তিয়াগো বার্নাব্যুতে তারা প্রথম ম্যাচ জিতেছিল কর্ডোভার বিপক্ষে। রিয়ালের জন্য অবশ্য দুঃসংবাদ আছে। ইনজুরিতে ক্রিস্টিয়ানো রোনালদো।