ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে মেসির শক্তিশালী প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, ফিফার সিদ্ধান্তটা একেবারেই ঠিক হয়নি। এই পুরস্কার জয়ের পথে লিওনেল মেসি হারিয়েছেন বিশ্বকাপজয়ী জার্মান তারকা থমাস মুলার এবং গোল্ডেন বুটজয়ী কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজকে। ইউরোপ সেরা রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপের গোল্ডেন বল নিয়ে। এ ব্যাপারে রোনালদো বিস্তারিত বলতে চাননি। মজা করে বলেছেন, 'আমি যদি সত্যিটা বলি সম্ভবত আমাকে জেলে যেতে হবে।' রিয়াল মাদ্রিদের এই তারকা ইনজুরির কারণে স্থান পাননি পর্তুগালের জাতীয় দলে। প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো।