বছরের শেষ গ্রান্ডস্ল্যাম ইউএস ওপেনে নিজস্ব ছন্দেই এগোচ্ছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। শনিবার পুরুষ এককের তৃতীয় রাউন্ডে স্যাম কুয়েরিকে স্ট্রেট সেটে ৬-৩, ৬-২,৬-২ গেমে হারান বিশ্বের এক নম্বর জোকোভিচ। সেই সঙ্গে নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে টানা আট বার প্রি-কোয়ার্টারে পৌঁছেন তিনি।
এদিকে, পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারে। শনিবার তিনি তৃতীয় রাউন্ডে রাশিয়ার আন্দ্রে কুজনেসতোভাকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করেন।
রুশ প্রতিন্দ্বন্দ্বীকে চার সেটের লড়াইয়ে ৬-১,৭-৫,৪-৬,৬-২ গেমে হারান অষ্টম বাছাই মারে। প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে লড়াই করেন রুশ আন্দ্রে। তবে টাই-ব্রেকারে সেটটি জয় করেন মারে। তৃতীয় সেটে অবশ্য বাজিমাত করেন কুজনেসতোভা। তৃতীয় সেট জিতে ম্যাচকে চার সেটে নিয়ে যান তিনি৷ কিন্তু শেষ রক্ষা হয়নি। চতুর্থ সেটে একাধিপত্য দেখিয়ে ম্যাচ জিতে নেন মারে।
অন্যদিকে, তৃতীয় রাউন্ডের খেলায় স্পেনের পাবলো বুস্তাকে সরাসরি সেটে ৬-৪,৬-৪,৬-৪ গেমে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট করে নেন ফরাসি তারকা জো-উইলফ্রে সোঙ্গা। শেষ ষোলোয় মারের বিরুদ্ধে খেলবেন তিনি।