ইংলিশ প্রিমিয়র লিগে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছে স্টোক সিটি। প্রথম দু’টি ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচেই মুখ থুবরে পড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। স্টোক সিটির হয়ে একমাত্র গোলটি করেন সেনেগালের স্ট্রাইকার ম্যামে ডিওফ। তিন ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে ম্যান সিটি।
ফেব্রুয়ারির পর প্রথমবার ঘরের মাঠে হারল ম্যান সিটি। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল হজম করে পেলেগ্রিনির দল। ৫৮ মিনিটে ম্যান সিটির জালে বল জড়িয়ে দলকে অপ্রত্যাশিত জয় এনে দেন স্টোক সিটির ডিওফ। গোল হজম করার পিছনে অবশ্য অবদান রয়েছে ম্যান সিটির গোলকিপার জো হার্টের। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ডিওফ ওল্ড ট্রাফোর্ডে ইতিহাস রচনা করেন।
প্রিমিয়র লিগে গতবারে কোনো গোল করতে পারেনি স্টোক সিটি। তাদের শেষবার গোল এসেছিল ২০০৯ সালে মার্ত হিউজের পা থেকে। শনিবার ডিওফের গোলে ৩৪ বছরের রের্কড ভাঙল স্টোক সিটি। প্রায় তিন যুগ পর ম্যান সিটির বিরুদ্ধে জয় পেল তারা।