ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের জালে হাফ ডজন গোল দিয়েছে চেলসি। আর কুইন্স পার্ক রেঞ্জারের কাছে হেরেছে সান্দারল্যান্ড। অপর ম্যাচে স্নেইডারলিনের জোড়া গোলে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়েছে সাউদাম্পটন। লিভারপুলের গডিসন পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মোট গোল হয়েছে ৯টি। এর মধ্যে চেলসি দিয়েছে ৬টি এবং এভারটন তার অর্ধেক। ম্যাচের প্রথম মিনিটে ও শেষ মিনিটে জোড়া গোল করেন চেলসির দিয়েগো কস্তা।
ম্যাচের ৩৫ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে নেন কস্তা। আর নিজের জোড়া গোল পূর্ণ করতে ৯০ মিনিটে আরেকটি গোল করেন এ স্পেনিশ তারকা। তার প্রথম গোলের দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রানিস্লাভ ইভানোভিচ। তবে প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান কমাতে গোল করেন এভারটনের বেলজিয়ামের স্ট্রাইকার কেভিন মিরালাস।
২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে এভারটনের কোলম্যানের আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় চেলসি। তবে এর ঠিক দুই মিনিট পরে নেইস্মিথের দারুণ একটি গোলে ব্যবধান কমায় এভারটন।
ম্যাচের ৭৪ মিনিটে সার্বিয়ান তারকা নেমানজা ম্যাটিকের গোলে ৪-২ ব্যবধান করে চেলসি। এর দুই মিনিট পরে এভারটন আবারো চেলসির জালের দেখা পায়। ম্যাচের ৭৬ মিনিটে এভারটনে নতুন যোগ দেওয়া স্যামুয়েল ইতো গোল করেন। ইতোর গোলের এক মিনিট পেরুতে না পেরুতেই ব্রাজিলের তারকা রামিরেস চেলসিকে বিপদমুক্ত করেন। আর কস্তা ৯০ মিনিটে শেষ গোলটি করেন।
এদিকে লন্ডনের বলিন গ্রাউন্ডে ফ্রান্সের মিডফিল্ডার মর্গান স্নেইডারলিনের ৪৫ ও ৬৮ মিনিটের দুটি গোল এবং ইতালিয়ান স্ট্রাইকার গ্যাজিয়ানো পেল্লের গোলে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়েছে সাউদাম্পটন। ওয়েস্টাহামের হয়ে একমাত্র গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার মার্ক নোবেল।
অপর ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জারের কাছে ১-০ গোলে হেরেছে সান্দারল্যান্ড। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইংলিশ স্ট্রাইকার চার্লি অস্টিনের একমাত্র গোলে জিতেছে কুইন্স পার্ক।