ব্যস্ত সূচির মধ্যেও ইউএস ওপেনে ভালমতোই এগিয়ে চলেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। পরপর ম্যাচ খেলতে হলেও ডাবলসে শেষ ষোল এবং মিক্সড ডাবলসের কোয়র্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি। এদিন প্রথমে জিম্বাবুয়ের কারা ব্ল্যাককে সঙ্গী করে ফরাসি-রোমার্নিয়ান জুটি ক্যারোলিন গার্সিয়া এবং মনিকা নিকুলেস্কুকে তিনি হারালেন (৬-১, ৬-২) সেটে হারিয়েছেন এ জুটি। তৃতীয় বাছাই সানিয়া জুটিকে এবার খেলতে হবে সার্বিয়ার জেলেনা জানকোভিচ এবং চেক প্রজাতন্ত্রের ক্লারা কৌকালোভার বিরুদ্ধে৷
ডাবলসে জেতার পর এদিন বিকেলেই আবার মিক্সড ডাবলসের ম্যাচ খেলতে হয় সানিয়াকে। সেখানে ব্রাজিলিয়ান ব্রুনো সোরেসকে সঙ্গে নিয়ে ক্যাসে ডেলাকুয়া এবং জেমি মারেকে (৬-২, ৭-৬) সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড শেষ করেন এ জুটি।