চলতি ওয়ানডে সিরিজে খারাপ ফলাফলের জন্য ভারতের সাথে একমাত্র একমাত্র টি-২০ ম্যাচের জন্য দলে বেশ কয়েকটা পরিবর্তন করেছেন ইংল্যান্ড নির্বাচকরা। এ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার টিম ব্রেসনানকে।
আগামী ৭ সেপ্টেম্বর টি-২০ ম্যাচটি হবে এজবাস্টনে। শুধু ব্রেসনানই নন, ১৪ সদস্যের দলে নতুন মুখ বলতে সারে'র ওপেনার জেসন রয়। ঘরোয়া কাউন্টিতে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ২৫ বলে ৫৮ রান করা ছাড়াও বেশ কয়েকটি ভাল ইনিংস রয়েছে তার। পাশাপাশি ইংল্যান্ডের হয়ে দু'টো টেস্ট এবং ওয়ানডে খেলা জেমস টেলরকেও সুযোগ দেওয়া হয়েছে।
টি-২০ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন ব্রেসনান। পাঁচ মাস পর আবার টি-২০ তেই প্রত্যাবর্তন ঘটল তার।