ইতালির জাতীয় দল থেকে বাদ পড়লেন তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লি। নতুন কোচ অ্যান্তোনিও কোন্তের ঘোষিত ২৭ জনের স্কোয়াডে রাখা হয়নি লিভারপুলের নতুন এ স্ট্রাইকারকে।
ইউরো ২০১৬ এর বাছাই পর্বের মিশন শুরু করতে যাচ্ছে ইতালি। আগামী ৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। এর ৫ দিন পর নরওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ তারা। বালোতেল্লিকে ছাড়াই ইতালি ইউরো ২০১৬ এর বাছাই পর্বে খেলবে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, আজারবাইজান ও মাল্টার বিপক্ষে।
ইতালির ঘোষিত দল:
গোলরক্ষক: গিয়ানলুইগি বুফন, ড্যানিয়েল পাডেলি, মাতিয়া পেরিন ও সালভাতোরে সিরিগো।
ডিফেন্স: ডেভিড এস্টোরি, লিওনার্দো বনুচ্চি, জর্জিও চিয়েল্লিনি, গ্যাব্রিয়ের পালেত্তা ও আন্দ্রে রানোচিয়া।
মিডফিল্ড: এন্টোনিও কানড্রেভা, মাত্তেও ডারমিয়া, ড্যানিয়েল ডি রোসি, মাতিয়া ডি সিজিলো, আলেসান্দ্রো ফ্লোরেনজি, ইমানুয়েল গিয়াচ্চেরিনি, ক্রিস্টিয়ান ম্যাজিও, ক্লডিও মারসিজিও, মার্কো পারোলো, ম্যানুয়েল পাসকুয়াল, আন্দ্রে পোলি ও মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড: মাতিয়া ডেসট্রো, স্টিফেন এল শ্যারুই, সেবাস্টিয়ান গিওভিনকো, সিরো ইমোবিলে, পাবলো ওসভালদো ও সিমোনে জাজা।