ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও অ্যাস্টন ভিলা। লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে টটেনহামকে। আর অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারিয়েছে হালসিটিকে।
লিভারপুলে নতুন যোগ দেওয়া ইতালির তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির এ ম্যাচের মধ্য দিয়ে ব্রেন্ডন রজার্সের দলে অভিষেক ঘটে। ৪-৩-১-২ ফরম্যাটে খেলানো রজার্স শিষ্যরা টটেনহামকে একরকম দাঁড়াতেই দেয়নি।
ম্যাচের ৮ মিনিটেই জর্ডান হেন্ডারসনের বাড়ানো বল থেকে গোল করেন তরুন স্ট্রাইকার রাহিম স্টারলিং। দারুন ফুটওয়ার্কে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন স্টিভেন জেরার্ড। ম্যাচের ৪৯ মিনিটে পেনাল্টির সুযোগ নিয়ে গোলটি করেন জেরার্ড। আর বাকি গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। অসাধারণ এক গোল করে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আলবের্তো মনেরো।
টটেনহাম ঘুরে দাঁড়াতে না পারলে ৩-০ গোলের পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে তারা।
দিনের অপর ম্যাচে ২-১ গোলের জয় পায় অ্যাস্টন ভিলা। হালসিটিকে ভিলা পার্কে প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে দেয় অ্যাস্টন ভিলা। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করেন আগবোনলাহোর এবং ৩৬ মিনিটে অপর গোলটি করেন উইনম্যান। আর হালসিটির হয়ে ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান কমাতে গোল করেন জেলাভিচ।