স্প্যানিশ লিগ থেকে দিয়াগো কস্তা, সেস ফ্যাব্রিগাস এবং থিবোট কর্টয়েসকে দলে এনেছেন চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো। গত মৌসুম শেষেই বলেছিলেন, শিরোপা জেতার জন্য নাকি তার হাতে ১০ বছর সময় নেই। চলতি মৌসুমে শক্তিশালী দল গঠন করে শিরোপা জয়ের প্রস্তুতিটা তাই ভালোমতোই নিয়েছিলেন মরিনহো। ফল পেতে শুরু করেছেন মৌসুম শুরু হতেই। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মরিনহোর চেলসিই। গত শনিবার গভীর রাতে ৬-৩ গোলে এভারটনকে হারিয়েছে মরিনহোর শিষ্যরা। দুটি গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা।
ম্যাচ শেষে হোসে মরিনহো দিয়াগো কস্তার প্রশংসায় পঞ্চমুখ। 'একজন স্ট্রাইকারের পূর্ণ রূপ দেখা দিয়েছে তার মধ্যে। যে কোনো দৃষ্টিকোণ থেকেই এটা ছিল শতভাগ পারফরম্যান্স।' কেবল দিয়াগো কস্তারই নয়, পুরো দলেরই প্রশংসা করেছেন মরিনহো। তবে দিয়াগো কস্তার নামের পাশে দুটি হলুদ কার্ড থাকায় সামনের ম্যাচে খেলা হবে না তার। এ কারণে কিছুটা হতাশ মরিনহো। পর্তুগিজ এই কোচ বলছেন, 'ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই নিজেকে সেরা স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন দিয়াগো কস্তা। তবে দুঃখজনক হলেও সত্যি তার নামের পাশে দুটি হলুদ কার্ড জমা হয়েছে।' এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার হেরে গেছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নরা স্টোক সিটির কাছে ১-০ গোলে হেরে গেছে। তবে নিউক্যাসল ৩-৩ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। জয় পেয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্স। তারা ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। এছাড়া সোয়ানসে সিটি ৩-০ গোলে ওয়েস্ট ব্রমউইচকে এবং সাউদ্যাম্পটন ৩-১ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়েছে।
এদিকে স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা মারিও মানজুকিচ ও মিরান্ডার গোলে ২-১ ব্যবধানে অ্যাইবারকে হারিয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। লা লিগায় জয় পেয়েছে সেভিয়া এবং অ্যাথলেটিকও।