ইউএস ওপেনের দ্বিতীয় বাছাই রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপ বিদায় নেওয়ার একদিন পর বিদায় নিলেন তৃতীয় বাছাই চেক তরুণী পেত্রা কেভিতোভাও। এই নিয়ে ইউএস ওপেনে মেয়েদের এককে সেরা দশের পাঁচ জনই বিদায় নিলেন! চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন মাত্র পাঁচ জন! শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস, পঞ্চম বাছাই মারিয়া শারাপোভা, সপ্তম বাছাই ইউজিন বুচার্ড, নবম বাছাই জেলেনা জাঙ্কোভিচ এবং দশম বাছাই ক্যারোলিন উজনিয়াকি। পুরুষ এককে অবশ্য এখনো পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। সেরা দশের সবাই এখনও পর্যন্ত টিকে আছেন।
মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে চেক তরুণী পেত্রা কেভিতোভা অবাছাই সার্বিয়ান তরুণী আলেক্সান্দ্রা ক্রনিচের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে গেছেন। হেরে যাওয়ার পর কেভিতোভা বলছেন, 'আমি প্রতিপক্ষের কাছ থেকে এতটা আশা করিনি। সে দারুণ খেলেছে। জয়টা তার প্রাপ্যই ছিল।' কেভিতোভা বিদায় নিলেও টিকে আছেন ১৮তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নামা শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। মার্কিন এই তারকা ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন স্বদেশি বারবারাকে। চতুর্থ রাউন্ডে তিনি এস্তোনিয়ার কাইয়া কানেপির মুখোমুখি হবেন। এছাড়া মেয়েদের এককে সপ্তম বাছাই কানাডিয়ান তরুণী ইউজিন বুচার্ড ৬-২, ৬-৭ (২/৭), ৬-৪ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের স্টিকোভাকে। জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বেলারুশে এই তরুণী ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার ইলিনাকে। আজারেঙ্কা চতুর্থ রাউন্ডে আলেক্সান্দ্রা ক্রনিচের মুখোমুখি হবেন।
এদিকে পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরিকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। জয় পেয়েছেন ফরাসি তারকা জো-উইলফ্রেড সঙ্গা, ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে, সুইস তারকা স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা এবং জাপানি তারকা কেই নিশিকুরিও। অ্যান্ডি মারে ৬-১, ৭-৫, ৪-৬, ৬-২ গেমে হারিয়েছেন কুজনেতসভকে। ওয়াওরিঙ্কা ওয়াকওভার পেয়েছেন স্লোভেনিয়ার ক্যাবচিচের বিপক্ষে। সঙ্গা ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের পাবলোকে। এছাড়াও চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন কানাডার রাউনিচ।