দিয়াগো কস্তা চেলসির ভাগ্যলক্ষ্মী হয়েই যেন স্ট্যামফোর্ড ব্রিজে এলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকারকে ৩২ মিলিয়ন পাউন্ডে দলে এনেছে চেলসি। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার মূল্য উসুল করে দিচ্ছেন প্রতি ম্যাচেই। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে গোল করলেন দিয়াগো কস্তা। গত শনিবার এভারটনের বিপক্ষে ৬-৩ গোলে জয় পেয়েছে চেলসি। দুটি গোল করেছেন দিয়াগো কস্তা।
এর আগে লিচেস্টার সিটি এবং বার্নলির বিপক্ষেও গোল করেছেন দিয়াগো কস্তা। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচে চার গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন এ স্প্যানিশ স্ট্রাইকার। স্প্যানিশ লিগে মেসি-রোনালদোর আধিপত্যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে পারেননি দিয়াগো কস্তা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে এই পুরস্কার জয়ের পথেই এগিয়ে যাচ্ছেন তিনি।