শ্রীলঙ্কার বিপক্ষে গলে শেষ টেস্ট খেলেছিলেন ২০১২ সালে। এরপর আর জাতীয় দলের খেলেননি। অফ ফর্মের গ্যাঁড়াকলে পড়ে অনিয়মিত হয়ে পড়েন। তাতে একসময় অবচেতন মনে ভাবছিলেন, সাবেকদের কাতারে হয়তো সহসাই জায়গা করে নিতে হবে। সাবেক হওয়ার ভাবনা যখন গভীর থেকে গভীরতর হচ্ছিল, তখন সবাইকে অবাক করে সুযোগ পান জাতীয় দলে। সুযোগ পেয়ে অন্যদের মতোই বিস্মিত হন। সোহাগ গাজীর বোলিং অ্যাকশনকে আইসিসি অবৈধ ঘোষণা করলে সুযোগ মেলে ইলিয়াস সানির। ২৮ বছর বয়স্ক বাঁ হাতি স্পিনার ইলিয়াস আজ রাতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টেস্ট সিরিজ খেলতে। এর আগে টেস্ট সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেছেন তাইজুল ইসলাম, শফিউল ইসলাম সুহাশ, রবিউল ইসলাম শিবলু ও শুভাগত হোম। ওয়ানডে সিরিজ ও টি-২০ ম্যাচ খেলে দেশে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক রাজ, মো. মিথুন ও সোহাগ। প্রথম চারজনকে রাখা হয়নি টেস্ট স্কোয়াডে এবং বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষার জন্য ফিরিয়ে আনা হয়েছে সোহাগকে। পাঁচ ক্রিকেটার ঢাকায় ফিরেছেন গতকাল সকালে।
২০১১ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই আলো ছড়িয়েছিলেন ইলিয়াস। ক্যারিবীয়দের বিপক্ষে ওই টেস্টে ৯৪ রানে নিয়েছিলেন ৬ উইকেট। সব মিলিয়ে ৪ টেস্ট খেলে তার উইকেট সংখ্যা ১২টি। তিন বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুনর্জš§ হতে যাচ্ছে তার টেস্ট ক্রিকেটের। ৫-৯ সেপ্টেম্বর কিংস্টোনে প্রথম টেস্ট খেলতে পারবেন কি না, নিশ্চিত না হলেও নিজের সেরাটাই উপহার দিতে চান ইলিয়াস, ‘অনেকদিন পর টেস্ট খেলার সুযোগ পেয়েছি। চেষ্টা করব ভালো খেলার।’ ২০১৩ সালে গলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে টেস্ট খেলেছিলেন। ওই টেস্টে তার পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। দুই ইনিংসে ৪০ ওভার বোলিং করে ১৮৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বাজে ফর্মের জন্য এর পর ঘরের মাটিতে খেলতে পারেনি কোনো টেস্ট। প্রায় এক বছর পর সুযোগ পাওয়ায় বাড়তি চাপ বোধ করেছেন এই বাঁ হাতি স্পিনার, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় ফেরা অবশ্যই চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে আমার যে পারফরম্যান্স, সেটা আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই কঠিন হবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা কঠিন মনে হলেও প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই আত্মবিশ্বাসী ইলিয়াস, ‘প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই আমি কিছুটা আত্মবিশ্বাসী। দলটির বিপক্ষে আমার অভিষেকটা ছিল স্বপ্নের। আমি আশাবাদী অভিষেক পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে।’
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর টেস্ট ক্রিকেটে ফেরাটা কষ্টকর যে কোনো দলের জন্য। বাংলাদেশের জন্যও কষ্টকর হবে টেস্টে ফেরা। তারপরও বাংলাদেশ ভালো খেলবে বলেন ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে, ‘এমন বাজে সময়ের মুখোমুখি আমরা এর আগেও হয়েছি। আবার ঘুরেও দাঁড়িয়েছি। আমি আত্মবিশ্বাসী এবারও আমরা ঘুরে দাঁড়ব। ওয়ানডে সিরিজে আমরা খারাপ করেছি। কিন্তু টেস্ট সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করি।’
ইলিয়াস সানি ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেলেও অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের। সে অর্থে ইলিয়াসকে হয়তো সাজঘরেই বসেই থাকতে হতে পারে।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
দুই বছর পর জাতীয় দলে ইলিয়াস সানি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর