বছরের শেষ গ্র্যান্ডস্লামে একের পর এক তারকা পতন হয়েই চলেছে। মেয়েদের এককে সেরা দশের মাত্র তিনজন টিকে আছেন। চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই রুশ কন্যা মারিয়া শারাপোভা। বিদায় নিয়েছেন নবম বাছাই জেলেনা জাঙ্কোভিচও। মেয়েদের এককের মতো পুরুষ এককেও তারকা পতন শুরু হয়েছে। তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই স্প্যানিশ তারকা ডেভিড ফেরার। তবে পুরুষ এককে এগিয়ে চলেছেন সুইস তারকা রজার ফেদেরার। পুরুষ এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন টমাস বারডিচ এবং গ্রিগর দিমিত্রভ।
মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে মারিয়া শারাপোভাকে ৬-৪, ২-৬, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন দশম বাছাই ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি। শেষ আটে পেঁৗছার পর উজনিয়াকি বলছেন, 'এ জয় আমার কাছে অনেক কিছু। মারিয়া শারাপোভার মতো চ্যাম্পিয়নের বিপক্ষে জয় পাওয়া সত্যিই অবিশ্বাস্য।' ২০০৯ সালের ইউএস ওপেনে কিম ক্লাইস্টার্সের বিপক্ষে ফাইনাল খেলেছিলেন উজনিয়াকি। ওটাই ছিল এ ড্যানিশ তরুণীর একমাত্র গ্র্যান্ডস্লাম ফাইনাল। মেয়েদের এককে নবম বাছাই সার্বিয়ান তারকা জেলেনা জাঙ্কোভিচকে ৭-৬ (৮/৬), ৬-৩ গেমে হারিয়েছেন ১৭ বছরের সুইস তরুণী বেলিন্ডা বেনচিচ। ১৯৯৭ সালের পর সবচেয়ে কম বয়সী তরুণী হিসেবে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পেঁৗছলেন বেলিন্ডা। ১৯৯৭ সালে সুইস তারকা মার্টিনা হিঙ্গিস মাত্র ১৬ বছর বয়সেই জয় করেছিলেন ইউএস ওপেনের শিরোপা। কোয়ার্টার ফাইনালে বেলিন্ডা চীনের পেঙ সুয়াইয়ের মুখোমুখি হবেন। এছাড়া ক্যারোলিন উজনিয়াকি মুখোমুখি হবেন ইতালিয়ান তারকা সারা ইরানির।
রজার ফেদেরার ১৮তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে এগিয়ে চলেছেন। তৃতীয় রাউন্ডে তিনি স্পেনের মার্সেল গ্র্যানোলারসকে ৪-৬, ৬-১, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন। চতুর্থ রাউন্ডে ফেদেরার স্পেনের রবার্তো বাতিস্তার মুখোমুখি হবেন। পুরুষ এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন শারাপোভার বয়ফ্রেন্ড গ্রিগর দিমিত্রভও। পুরুষ এককের সপ্তম বাছাই এ বুলগেরিয়ান তারকা তৃতীয় রাউন্ডে ০-৬, ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন ডেভিড গফিনকে। চতুর্থ রাউন্ডে তিনি ফ্রান্সের মনফিলসের মুখোমুখি হবেন। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই ডেভিড ফেরার। তিনি ফ্রান্সের সাইমনের কাছে ৬-৩, ৩-৬, ৬-১, ৬-৩ গেমে হেরে গেছেন। তবে পুরুষ এককে এটাই একমাত্র দুর্ঘটনা। চতুর্থ রাউন্ড পর্যন্ত শীর্ষ দশের নয়জনই টিকে আছেন।