লেস্টার সিটির বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেও ৫-৩ গোলে হার। এপিএলে বড় অঘটন। তবে এই হারের জন্য কোনও অজুহাত দেখালেন না ম্যান ইউ-এর কোচ লুইস ভ্যান গাল। দলের হারে খুব হতাশ তিনি। তবে এই হার মেনে নিচ্ছেন ম্যান ইউ কোচ।
ম্যান ইউ কোচ বলেছেন, 'লেস্টার সিটি গত চারটে ম্যাচ নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে। আমরা ওদের বিরুদ্ধে ৩-১ গোলে হারছিলাম। কিন্তু ওরা হারলেও খেলা থেকে হারিয়ে যায়নি। প্রবলভাবে ম্যাচে ফিরে এসে ৫-৩ গোলে ম্যাচ জিতে নিয়েছে। কীভাবে এই ম্যাচ তা বুঝতে পারছি না। এগিয়ে থেকেও হারতে হল আমাদের। দলের এই ফলে আমি রীতিমতো হতাশ।'