কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই। দীর্ঘ সময় ধরে এই নিয়ে বিতর্ক হচ্ছে। শীতকালীন বিশ্বকাপের কথাও চিন্তা করা হয়েছিল। তবে অনেক তর্ক-বিতর্কের পর সম্ভবত বিশ্বকাপ কাতার থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নির্বাহী কমিটির জার্মান সদস্য থিও জোয়ানজিগার স্পোর্টস বিল্ড প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়ে বলেছেন, 'আমার মনে হয়, শেষ পর্যন্ত কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না।' তবে ফিফার মুখপাত্র বলেছে, এটা থিওর ব্যক্তিগত মতামত, ফিফার মতামত নয়। এই নিয়ে অবশ্য কাতারও চিন্তিত নয়। ২০২২ বিশ্বকাপের আয়োজক কমিটির সেক্রেটারি হাসান আল তাওয়াদি বলছেন, 'আমি এ নিয়ে ভীত নই। কারণ, প্রথমত বিশ্বকাপ এভাবে সরিয়ে নেওয়ার নিয়ম নেই। তাছাড়া এটা মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ।' এ নিয়ে ফিফা সভাপতি সেফ ব্ল্যাটার চূড়ান্ত মন্তব্য কোনো করেননি। ২০১৮ সালে রাশিয়াতে পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই কাতারে বিশ্বকাপ হবেই না এ নিয়ে এখন কারো মন্তব্য করা ঠিক হবে না বলে আয়োজকরা মনে করেন।