ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে যেন একেবারেই সহ্য করতে পারছেন না মারিও বালোতেলি। সম্প্রতি প্রিমিয়র লিগে লুইস ভ্যান গালের দলকে ৫-৩ লেস্টার সিটির কাছে হারতে হয়েছে। আর এই হারের পরেই ট্যুইটারে রেড ডেভিলসদের ব্যঙ্গ করলেন ইতালির তারকা স্ট্রাইকার বালোতেলি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হারের জ্বালা, সেই সঙ্গে লিভারপুল স্ট্রাইকারের খোঁচা।
যা দেখে ম্যান ইউ সমর্থকরা পাল্টা ট্যুইট করেন বালোতেলিকে। যা কিনা নতুন করে এক বিতর্কের জন্ম দিল ফুটবল দুনিযয়াকে। কুৎসিত ভাষা প্রয়োগের পাশাপাশি বালোতেলিকে ‘নিগ্রো’ থেকে ‘বানর’ সব কিছুই বলা হয়েছে।
ট্যুইটের লেখার কিছুটা অংশ এরকম, 'মারিও তুমি নিগ্রো, কলা খাও। তুমি নোংরা বানর, তোমার এবোলা হবে।' এই ধরণের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে স্বাভাবিকভাবেই তোলপাড় ফুটবল বিশ্ব।
মার্সেসাইড পুলিশ জানিয়েছে, বিতর্কিত মন্তব্যকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।