গোঁড়ালিতে গুরুতর আঘাত। বুধবার লা লিগার ম্যাচে মালাগার বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না বার্সেলোনার তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলারের আঘাত নিয়ে অনেক জল্পনা শুরু হয়ে গেছে।
বার্সা তাদের নিজস্ব ওয়েবসাইটে বলেছে, 'অনুশীলনে ফিরে আসার জন্য মরিয়া নেইমার। দ্রুত ব্যাথা সারিয়ে তোলার জন্য যা যা করণীয় তা করছেন তিনি। আশা করি দ্রুত সেরে উঠবেন নেইমার।'
শুধু নেইমার নয়, আঘাতের জন্য ইভান রেকিটিকও খেলতে পারছেন না বুধবার মালাগার বিরুদ্ধে। যদিও বার্সা এই দুই ফুটবলারের আঘাত নিয়ে চিন্তায় নেই। নেইমারদের ছাড়াই ম্যাচ জিততে তারা আশাবাদী।