প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ আইপিটিএল'এ ইন্ডিয়ান এসের হয়ে রাফায়েল নাদালের জায়গায় স্থান পেয়েছেন রজার ফেদেরার। ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইপিটিএল। খবর দ্য হিন্দু অনলাইনের
ইন্ডিয়ান এস ফ্রাঞ্চাইজির মালিক মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি মাইক্রোম্যাক্স। দলটির অন্য খেলোয়াড়েরা হচ্ছেন পিট সাম্প্রাস, আনা ইভানোভিচ, সানিয়া মির্জা, রোহান বোপান্না, গায়েল মনফিল ও ফ্যাব্রিস সানটোরো।
আইপিটিএল'র প্রথম সিজন ম্যানিলা, সিঙ্গাপুর, দিল্লি ও দুবাই এ চারটি শহরে অনুষ্ঠিত হবে। মোট এক মিলিয়ন ডলার প্রাইজমানির জন্য টুর্নামেন্টটিতে ইন্ডিয়ান এস, ইউএই রয়্যালস, ম্যানিলা মাভেরিকস ও সিঙ্গাপুর স্ল্যামারস -এ চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্র্নামেন্টটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।