জেরার্ডো টাটা মার্টিনো আর্জেন্টিনার কোচ হওয়ার পরপরই জানিয়েছিলেন, দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে থাকা আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের সঙ্গে দলের কোনো সমস্যা নেই। তেভেজ আবারো জাতীয় দলের হয়ে ফিরতে পারবেন বলেও বলেছিলেন তিনি।
ব্রাজিল বিশ্বকাপে আলেসান্দ্রো সাবেল্লার দলে জায়গা হয়নি তেভেজের। কিন্তু বিশ্বকাপের পর থেকেই তেভেজ তার ক্লাব জুভেন্টাসের হয়ে জাত চেনাচ্ছেন নতুন করে। জুভেন্টাসের হয়ে শেষ চার ম্যাচে চারটি গোল করে জাতীয় দলে আবারো নিজের জায়গা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। আগামী মাসে আর্জেন্টিনা ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। ম্যাচ দুটির জন্য দলও ঘোষণা করেছে। কিন্তু এই স্কোয়াডেও ঠাঁই হয়নি তেভেজের।
মার্টিনো তেভেজ প্রসঙ্গে বলেন, ‘আমি যখন এখানে আসি তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, এখানের কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার কোনো সমস্যা রয়েছে কিনা? আমি বলেছিলাম, কারো সঙ্গেই আমার কোনো সমস্যা নেই। আমি এখনো একই কথাই বলছি। তেভেজের সঙ্গেও আমার কোনো দূরত্ব নেই।’
৩০ বছর বয়সী তেভেজ ২০১১ সালে সর্বশেষ আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছেন। এর আগে সাবেক ম্যানইউ আর ম্যানসিটির এ তারকা দেশের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন ৬৪টি ম্যাচ। ২০০৫ সালে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে। দেশের হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ আর তিনটি কোপা আমেরিকার টুর্নামেন্টে।